সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচন

বিএনপি’র প্রার্থী আবুল কাহের শামীম

Shamimসিলেট সদর উপজেলায় বিএনপি’র একক প্রার্থী হিসাবে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল কাহের শামীমের নাম ঘোষণা করা হয়েছে।
সোমবার রাত সোয়া ১২টায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাক্ষাতের পর দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের একক প্রার্থী হিসাবে তার (কাহের শামীম) নাম ঘোষণা করেন। এর মাধ্যমে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে তিন দিন ধরে চলা টানা বৈঠকের অবসান হলো।
বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সাথে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, গতরাত ১২টায় বিএনপি নেতা আবুল কাহের শামীম দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেন। এ সময় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের সহ-সভাপতি শমসের মবিন চৌধুরী ও সিলেট জেলা বিএনপি’র সহ-সভাপতি দিলদার হোসেন সেলিমও উপস্থিত ছিলেন। খালেদা জিয়ার সাথে বৈঠকশেষে ভারপ্রাপ্ত মহাসচিব একক প্রার্থী হিসাবে আবুল কাহের শামীমের নাম ঘোষণা করেন।
বৈঠকে উপস্থিত একটি সূত্র জানায়, বিএনপি চেয়ারপার্সন সকলকে ঐক্যবদ্ধ হয়ে দলীয় চেয়ারপার্সনের বিজয় নিশ্চিত করার তাগিদ দিয়েছেন। দলীর প্রার্থীর বিরুদ্ধে কেউ বিদ্রোহী হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে হুঁশিয়ারী উচ্চারণ করেছেন চেয়ারপার্সন। তবে, সমর্থন প্রত্যাশী অপর ৩ প্রার্থী বেগম খালেদা জিয়ার সাথে বৈঠকে উপস্থিত ছিলেন না।
বৈঠকে উপস্থিত সিলেট জেলা ও মহানগর বিএনপির একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।
সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি দিলদার হোসেন সেলিম জানান, বেগম খালেদা জিয়া সিলেট সদর উপজেলা নির্বাচনে বিএনপির একক প্রার্থী হিসেবে আবুল কাহের শামীমের প্রার্থীতা চূড়ান্ত করেছে।
প্রসঙ্গতঃ সদর উপজেলায় বিএনপি’র চারজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন-আবুল কাহের শামীম, জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সদর উপজেলা বিএনপি’র সভাপতি শাহ জামাল নূরুল হুদা ও সহ-সভাপতি শহীদ আহমদ চেয়ারম্যান। গত শনিবার থেকে এ চারজনের সাথে বিএনপি’র কেন্দ্রীয় নেতারা দফায় দফায় বৈঠক করেন। অবশেষে গতরাতে  এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত এলো। আগামী ৩১ মার্চ সদর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button