১৯ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানকে বেসরকারি করার সিদ্ধান্ত

অব্যাহত লোকসানে থাকায় ১৯টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানকে বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতোমধ্যে ৩টি প্রতিষ্ঠান ব্যক্তি মালিকানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।
মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মোরশেদ আলমের এক প্রশ্নের জবাবে সংসদকে মন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘বিগত সরকারের মেয়াদে রাষ্ট্রায়ত্ত অলাভজনক প্রতিষ্ঠানকে বেসরকারিকরণের জন্য তালিকা করা হয়েছে। তালিকাভুক্ত ১৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৩টি এরই মধ্যে ব্যক্তি মালিকানায় হস্তান্তর করা হয়েছে।’
বেসরকারিকরণের জন্য তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, প্রোকিউরমেন্ট অ্যান্ড সেলস অর্গানাইজেশন কাপ্তাই, লাম্বার প্রসেসিং কমপ্লেক্স কাপ্তাই, এসএএফ ইন্ডাস্ট্রিজ, কর্ণফুলী টেম্বার এক্সট্রাকশন ইউনিট, ঠাকুরগাঁও সিল্ক ফ্যাক্টরি, চিটাগাং কেমিকেল কমপ্লেক্স, টাইগার ওয়্যার প্রোডাক্ট, সিলেট টেক্সটাইল মিল, কুড়িগ্রাম টেক্সাটাইল মিল, ভালকা উলেন মিল, ন্যাশনাল সুগার মিল, বাংলাদেশ ক্যান কোম্পানি লিমিটেড, রাজশাহী সিল্ক ফ্যাক্টরি, ঢাকা ম্যাচ ফ্যাক্টরি, অ্যারোমা টি লিমিটেড, ঢাকা লেদার কোম্পানি লিমিটেড, নর্থ বেঙ্গল পেপার মিলসসহ ১৯টি।
যে তিনটি হস্তান্তর করা হয়েছে: পার্টিক্যাল বোর্ড অ্যান্ড ভিনিয়ারিং প্লান্ট, সাত রং টেক্সাটাইল মিল, সালাতিন সিন্ডিকেট।
সংসদ সদস্য হাজী মো. সেলিমের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বিগত ৫ বছরে রাজধানীর নিবন্ধিত ১৪৯টি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা (এনজিও) ১৫টি খাতে ১ হাজার ১৮২ কোটি ৪৭ লাখ  ৫৭ হাজার ৯১৬ টাকা ব্যয়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছে।’

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button