ভারতে রাজ্যসভার আসনের দাম ১০০ কোটি রুপি
ভারতীয় পার্লামেন্ট রাজ্যসভায় কংগ্রেস দলীয় এক সদস্য দাবি করেছেন, ১০০ কোটি রুপি হলেই ওখানে আসন পাওয়া সম্ভব। এর ফলে ক্ষমতাসীন দল রাজনীতিকে ‘এত নিচে নামিয়ে’ আনার বিতর্কে নতুন মাত্রার সৃষ্টি করেছেন। হরিয়ানা থেকে নির্বাচিত সদস্য বীরেন্দ্র সিং একটি অনুষ্ঠানে বলেন, ‘একবার কেউ একজন আমাকে বলেছিলেন যে রাজ্যসভায় আসন পেতে ১০০ কোটি রুপি দরকার। কিন্তু তিনি ৮০ কোটি রুপিতেই সেটা পেয়ে ২০ কোটি রুপি বাঁচিয়েছেন। এখন কি এই গরিব দেশের লোকজন ১০০ কোটি রুপি বিনিয়োগ করতে আগ্রহী হবে?’ এই মন্তব্যকে লুফে নিয়ে বিরোধী বিজেপির মুখপাত্র ও রাজ্যসভা সদস্য প্রকাশ জাভাদেকর বলেছেন, বীরেন্দ্রের উচিত তার নিজের দৃষ্টান্ত দেয়া। বীরেন্দ্র হিমাচল প্রদেশে কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলেন। তবে সাম্প্রতিক পুনর্গঠনে তিনি বাদ পড়েন। তবে গুঞ্জন রয়েছে, তিনি কিছুদিনের মধ্যেই কেন্দ্রে মন্ত্রিত্ব পেতে পারেন।