রেমিট্যান্স সেবায় ইসলামী ব্যাংকের স্বর্ণপদক লাভ
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রেমিট্যান্স প্রবাহে সর্বোচ্চ অবদানের জন্য স্বর্ণপদক লাভ করেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান প্রধান অতিথি হিসেবে সেন্টার ফর এনআরবির পে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নানের কাছে এ পদক হস্তান্তর করেন।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা, ইউরোপিয়ান ইউনিয়ন রাষ্ট্রদূত উইলিয়াম হানা, এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দীন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাস উদ্দিন ও সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহীম খালেদ।
এ ছাড়া আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে ব্র্যান্ডিং করার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে ‘ব্র্যান্ডিং বাংলাদেশ অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। গতকাল মঙ্গলবার হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টার ফর এনআরবির সভাপতি এস এম শেকিল চৌধুরী। বিজ্ঞপ্তি