উপজেলা নির্বাচন: পঞ্চম ধাপে প্রতিদ্বন্দ্বী ১০৩৪
রোববার ছিল এসব উপজেলার মনোনয়ন জমার শেষ দিন।
ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান জানান, চতুর্থ পর্বের উপজেলাগুলোয় চেয়ারম্যান পদে ৫৩২ জন, ভাইস চেয়ারম্যান ৪৯৭ জন ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে ৩০৫ জন মনোনয়নপত্র দাখিল করেন।
বাছাই ও প্রত্যাহার শেষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী চূড়ান্ত করে ভোট হবে ৩১ মার্চ।
ইতোমধ্যে প্রথম পর্বের ৯৭ উপজেলায় ভোট হয়েছে ১৯ ফেব্রুয়ারি। এ পর্বের পীরগঞ্জ উপজেলার ভোট হবে হয় ২৪ ফেব্রুয়ারি।
দ্বিতীয় ধাপের ১১৪ উপজেলা ভোট হয় ২৭ ফেব্রুয়ারি। এ পর্বের মহেশখালী উপজেলার ভোট হয় ১ মার্চ।
তৃতীয় ধাপের ৮৩ উপজেলায় ভোট হবে ১৫ মার্চ।
চতুর্থ ধাপের ৯৩ উপজেলায় ২৩ মার্চ ও পঞ্চম ধাপের ৭৪ উপজেলায় ৩১ মার্চ ভোটের সময়সূচি রয়েছে।
দেশের ৪৮৭ উপজেলার বাকিগুলোয় মে মাসে কার পরিকল্পনা রয়েছে ইসির।
১৩ কেন্দ্রে পুনঃভোট
দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে একটি পুরো উপজেলার ভোট বাতিল করা ছাড়াও ৩৪টি কেন্দ্রের ভোট স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)।
এর মধ্যে ছয় উপজেলার ১৩ কেন্দ্রে পুনঃভোটের সিদ্ধান্ত হয়েছে।
রোববার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব আশফাকুর রহমানের পাঠানো এক নিদের্শনা দেন।
ইসির নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ১টি কেন্দ্রে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যন পদের জন্য, চাঁদপুরে ফরিদগঞ্জে ভাইস চেয়ারম্যান পদের জন্য ৬টি কেন্দ্রে, কুমিল্লার লাকসামে চেয়ারম্যান পদের জন্য ২টি কেন্দ্রে, বাগেরহাটের ফকিরহাটে চেয়ারম্যান পদের জন্যে ১টি, জামালপুরের মেলান্দহে ভাইস চেয়ারম্যান পদের জন্য ২টি কেন্দ্রে ও বকশিগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদের জন্য ১টি কেন্দ্রে পুনঃভোট হবে।