দেশে এখন শান্তিকামীদের বলা হয় জঙ্গিবাদী : আল্লামা জুনাইদ বাবুনগরী
ওলামা পরিষদ আয়োজিত সংবর্ধনা সভায় হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, আজকে ধর্মীয় শিক্ষাকে সংকোচিত করতে সব কিছু করা হচ্ছে। অথচ ধর্মীয় শিক্ষাই হলো সমাজে শান্তি প্রতিষ্ঠার অন্যতম কেন্দ্রস্থল, দেশের সব কওমি মাদরাসা অকান্ত পরিশ্রম করে এ শান্তি প্রতিষ্ঠার চেষ্টা অব্যাহত রেখেছে। কিন্তু কেউ কেউ শান্তির এ কেন্দ্রবিন্দুকে বলে থাকেন সন্ত্রাসের প্রজনন কেন্দ্র। দেশে এখন শান্তিকামীদের বলা হয় জঙ্গিবাদী। ঈমান-আকিদা ও ইসলাম রক্ষায় আমাদের ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে। গতকাল হাটহাজারী গড়দুয়ারায় তা‘আ মুরুনা বিল মা‘রুফ নাহি আনিল মুনকার সংস্থা আয়োজিত ইসলামি মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা নছিম উদ্দিনের সভাপতিত্বে সংস্থার কর্মকর্তা মাওলানা জাহেদুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও গবেষক অধ্যাপক আ ফ ম খালেদ হোসেন। সংবর্ধিত অতিথি ছিলেন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মাওলানা নাছির উদ্দিন মুনির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মাওলানা ইসমাইল খান, মাওলানা ইদ্রিস, মাওলানা জাকারিয়া নোমান ফয়েজী প্রমুখ।