তত্ত্বাবধায়ক সরকার এ দেশে আর হবে না : অর্থমন্ত্রী
‘বিএনপির জেনে নেয়া উচিত—তত্ত্বাবধায়ক সরকার এ দেশে আর হবে না। তাদের বিকল্প ভাবতে হবে।’ বুধবার সকালে সিলেটের রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ‘সীমান্তিক’ আয়োজিত ‘আলোকিত সিলেট : স্বাস্থ্য ও শিক্ষাখাতে উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভা ও অর্থমন্ত্রীকে দেওয়া সংবর্ধনা শেষে আবুল মাল আবদুল মুহিত এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘বিএনপির যে সাংগঠনিক শক্তি, তা দিয়ে আন্দোলনের হুমকি দিয়ে লাভ নেই। তাদের দিয়ে এ দেশে কোনো আন্দোলন হবে না।’
মুহিত বলেন, ‘বিএনপির অতীত আন্দোলনের রেকর্ড অনুযায়ী তার সব আন্দোলনই ব্যর্থ হয়েছে।’
অর্থমন্ত্রী বলেন, ‘৩৫ বছরের যাত্রা পথে সীমান্তিকের শিক্ষা ও স্বাস্থ্য খাতে তাদের কার্যক্রম দেশ বিদেশে প্রসংশিত হয়েছে। মানুষকে এগিয়ে নেয়ার একমাত্র উপায় হলো শিক্ষা। শিক্ষা মানুষের চলার পথের দিক-নির্দেশনা দেয়।’
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আমেরিকার কিন্স বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আব্দুল্লাহ এইচ বাকী, ড. শাহেলা খাতুন ও আহমেদ আল কবিরকে সংবর্ধনা ও ২৫ জন মাঠ কর্মকর্তা ও কর্মীকে স্ব স্ব কর্মক্ষেত্রে সফলতার স্বীকৃতি স্বরুপ তাদেরকে সীমান্তিক সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
আহমদ আল কবিরের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আব্দুল্লাহ এইচ বাকী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো. শহিদউল্লাহ তালুকদার, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।