স্নোডেন, পুতিন ও মালালা শান্তিতে নোবেল মনোনীত
বিশ্বের বহুল আলোচিত তিন ব্যক্তি এ বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন। বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের গোপন নজরদারির তথ্য ফাঁস করে আলোড়ন সৃষ্টি করা সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন, যুক্তরাষ্ট্রের সিরিয়া আক্রমণের বিপরীতে সহজ সমাধানের পথ বাতলে দেওয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পাকিস্তানের নারী শিক্ষা অধিকার কর্মী মালালা ইউসুফজাই নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন।
এএফপির বরাত দিয়ে বুধবার এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। মঙ্গলবার মনোনিত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে নোবেল ইন্সটিটিউট। এবার এ তালিকায় স্থান পেয়েছেন বিশ্বের ২৮৭ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান।
নোবেল ইন্সটিটিউটের প্রধান গিইর লুনডেস্ট্যাড এ সম্পর্কে বলেছেন, প্রায় প্রতি বছরই শান্তিতে নোবেল প্রার্থীদের তালিকা বড় হচ্ছে, যা এ পুরস্কারের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধির বহিঃপ্রকাশ।
নোবেল পুরস্কারের জন্য মনোনীত প্রার্থীদের তালিকা যাচাই-বাছাইয়ের জন্য এবারই প্রথম নোবেল কমিটি সম্মেলনে বসে। চলতি বছরের ১০ অক্টোবর অসলোতে নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে।