কাতার থেকে তিন দেশের রাষ্ট্রদূত প্রত্যাহার
কাতার থেকে সৌদি আরব, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছে। নিরাপত্তার কারণ তারা এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার রাতে রিয়াদে ছয় জাতি উপসাগরীয় সহযোগিতা পরিষদের পররাষ্ট্রমন্ত্রীদের সভায় উপসাগরীয় আরব দেশ তিনটি এ সিদ্ধান্ত গ্রহণ করে।
গত বছরের জুলাই মাস থেকেই কাতার অর্থনৈতিকভাবে মিশরের মুসলিম ব্রাদারহুডকে সাহায্য করে আসছে। এসব দেশ বলছে, যেসব সংগঠন নিরাপত্তার জন্য হুমকি তাদের সাহায্য করার কোন অর্থ হয় না। এটি নিজেদের নিরাপত্তর জন্য বড় হুমকি।