জাতিসংঘ-ইরান বৈঠকে বসছে
পরমাণু ইস্যু নিয়ে আগস্টে নতুন করে জাতিসংঘের পরমাণু সংস্থা ও ইরান বৈঠকে বসতে যাচ্ছে। কূটনীতিকরা এ খবর জানিয়েছেন। গত মাসের নির্বাচনে হাসান রুহানি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটিই প্রথম বৈঠক হতে যাচ্ছে দু’পক্ষের মধ্যে। পশ্চিমারা বৈঠকটি খুবই সতর্কতার সঙ্গে দেখবে, কেননা পরমাণু কর্মসূচি নিয়ে দশক পুরানো আন্তর্জাতিক বিতর্কের অবসানে ইরান যে প্রস্তুত রয়েছে তারই নমুনা হবে ওই বৈঠক। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সদর দফতর ভিয়েনা থেকে এক কূটনীতিক জানান, আগস্টের মাঝামাঝি সময়ে আইএইএ-ইরানের বৈঠক করার লক্ষ্য রয়েছে। কিন্তু এখনও সিদ্ধান্ত নেয়া হয়নি।
পশ্চিমা এক কূটনীতিক বলেন, “আমি মনে করি আগস্টে বৈঠক কোনো খারাপ চিহ্ন হবে না।” ইরানের পরমাণু কর্মসূচির নিয়ে আগস্টের শেষে ত্রৈমাসিক প্রতিবেদনে প্রকাশ ও সেপ্টেম্বর আইএইএ’র গবর্নিং বোর্ডের ৩৬ জাতির সপ্তাহব্যাপী বৈঠকের আগে এ বৈঠক হতে যাচ্ছে। বাংলানিউজ।