সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচন
কেন্দ্র থেকে এখনো কোন ঘোষণা আসেনি
সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এখন পর্যন্ত বিএনপি একক প্রার্থী হিসেবে কারো নাম ঘোষণা করেনি। কিন্তু দুঃখের বিষয় বিএনপির একজন নেতার বরাত দিয়ে বিভিন্ন পত্রিকা আবুল কাহের শামীমকে একক প্রার্থী দেয়া হয়েছে বলে সংবাদ প্রকাশিত হয়েছে। তৃণমূল পর্যায়ের মতামতের প্রতি গুরুত্ব দিয়ে ন্যায় বিচার করা হলে উপজেলা বিএনপির সভাপতি শাহ জামাল নুরুল হুদা মনোনয়ন পাওয়ার দাবীদার।
বুধবার বিকেলে আম্বরখানাস্থ লেইছ সুপার মার্কেট সংলগ্নে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব শহিদ আহমদ চেয়ারম্যানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম তারেক কালামের পরিচালনায় এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা আরো বলেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেট জেলা সভাপতি জননেতা এম ইলিয়াস আলীকে সরকার এখনও ফিরিয়ে দেয়নি। সরকারের অত্যাচার নির্যাতনে দেশবাসী আজ অতিষ্ঠ। বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর মিথ্যা মামলা ও জুলুম-নির্যাতনের স্টীম রোলার চালানো হচ্ছে। এই সরকারকে ক্ষমতা থেকে হঠাতে হলে দেশের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ব্যালটের মাধ্যমে সমুচিত জবাব দিতে হবে। তাই দেশনেত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কাছে উপজেলাবাসীর আবেদন সিলেট সদর উপজেলার স্থায়ী বাসিন্দা বিগত দিনের আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নিবেদিত প্রাণ দলের দুর্দিনের কান্ডারী, উপজেলা বিএনপির সভাপতি শাহ জামাল নুরুল হুদাকে মনোনয়ন দিয়ে উপজেলা চেয়ারম্যান পদে বিজয়ী করতে সুযোগ দেওয়ার আহ্বান জানান তারা।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সারওয়ার আহমদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও খাদিম নগর ইউনিয়ন সভাপতি হাজী কলন্দর আলী, টুলটিকর ইউনিয়ন সভাপতি হাজী কাজী মুহিবুর রহমান, খাদিমপাড়া ইউনিয়ন সভাপতি আব্দুর রহিম বাবুল, মোগলগাঁও ইউনিয়নসভাপতি বশির উদ্দিন মেম্বার, জালালাবাদ ইউনিয়ন সভাপতি আব্দুল মন্নান, কান্দিগাঁও ইউনিয়ন সভাপতি আজম আলী মেম্বার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী সজিব, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, তেরা মিয়া মেম্বার, এ কে এম আব্দুল্লাহ চেয়ারম্যান, সৈয়দ জয়নুল হক, আকরাম আলী মাসুক, বাবুল মিয়া মেম্বার, আহমদ হোসেন মনু মিয়া, হাজী মনু মিয়া, জমির আলী মেম্বার, আব্দুর রহিম খান, হাজী লাল মিয়া, সফিক মিয়া মেম্বার, আবুল খায়ের শামীম, জমির আলী মেম্বার, মোগলগাঁও ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল আবেদীন, রাজু মিয়া, আব্দুস সালাম, ফজলুল হক চৌধুরী, আব্দুর রহিম খান, মাওলানা মইনুল ইসলাম রাজা, ছানির মিয়া, নজরুল ইসলাম, খবির আহমদ নুনু মিয়া, সাবু আহমদ সাবু, জাকির আহমদ, গোলাম কিবরিয়াহ, সামছুল আবেদীন, হাজী মনির মিয়া, শাহ লোকমান আহমদ, মকবুল আলী, ফয়জুর রহমান, দুদু মিয়া, যুবদল নেতা জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, সুলেমান আহমদ, দিলওয়ার হোসেন মেম্বার, আঙ্গুর আলম, মনোওয়ার হোসেন, আব্দুল আলিম, আনোয়ার হোসেন, ছাত্রদল নেতা উসমান হারুন পনির, আব্দুল আহাদ লিমন, সাজ্জাদ আহমদ শাহীন, সেলিম আহমদ সেলিম, হেলাল আহমদ মাছুম, রাজু আহমদ, রিয়াজ আহমদ, সৈয়দ রামিম আহমদ জামিল, স্বেচ্ছাসেবক দল নেতা এস এম আব্দুল্লাহ আল মামুন, গোলাম মোস্তফা সুমন, আশিকুর রহমান আশিক, দিলওয়ার হোসেন দিলওয়ার, আব্দুর রহমান, সাইস্তা মিয়া প্রমুখ।