মেধাবীদের দিকে দেশ চেয়ে আছে : ড. মুহাম্মদ জাফর ইকবাল
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ জাফর ইকবাল বলেছেন, মেধাবীদের দিকে দেশ চেয়ে আছে। মেধাবীরা আগামী দিনের কর্ণধার। মেধাবীদের দায়িত্ব অনেক। আগামী দিনে দেশ পরিচালনায় দায়িত্ব নেয়া জন্য প্রস্তুতি নিতে হবে। বর্তমানে দেশে ছেলেমেয়েরা সমান অধিকার পাচ্ছে। ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। দেশের ৪ কোটি ছেলে মেয়ে সুশিক্ষিত হলে বিশ্বে বাংলাদেশ একটি সুনামধন্য দেশ হিসেবে পরিচিত হবে।
তিনি বুধবার সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সোনালী ব্যাংক লিঃ সিলেট জেনারেল ম্যানেজারস অফিসের উদ্যোগে ৩৮জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জেনারেল ম্যানেজার মজিবর রহমানের সভাপতিত্বে ও সোনালী ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট-এর সাধারণ সম্পাদক সৈয়দ ফরহাদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেনারেল ম্যানেজারস অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার এস এম আবুল কালাম আজাদ, দরগাহ গেইট কর্পোরেট শাখার জেনারেল ম্যানেজার মোঃ আইয়ুব আলী, প্রিন্সিপাল অফিসের ডেপুটি ম্যানেজার আব্দুল মুমিন পাটোয়ারী, প্রিন্সিপাল অফিস মৌলভীবাজারের ডেপুটি জেনারেল ম্যানেজার রনধীর চন্দ্র দাস, বৃত্তিপ্রাপ্ত মেধাবী সন্তানদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ওসমানী মেডিকেল কলেজের ছাত্র কাওসার আহমদ ও নাসরিন আক্তার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জি এম অফিসের খন্দকার রাশিদুজ্জামান।
উল্লেখ্য, সোনালী ব্যাংক লিঃ ২০১৩ সালের বরাদ্দ থেকে ১ হাজার ২শ’ ১৭ জন দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীকে জনপ্রতি ১৫ হাজার টাকা করে সর্বমোট ১ কোটি ৮২ লাখ ৫৫ হাজার টাকা বিতরণ করছে। সিলেট বিভাগে বিতরণকৃত অর্থের পরিমাণ ৫ লাখ ৭০ হাজার টাকা। পরে প্রধান অতিথি দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির টাকা বিতরণ করেন। ২য় পর্বে বাউল রনেশ ঠাকুরের একক সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।