পুলিশ সপ্তাহ ২০১৪ : পদক পাচ্ছেন ১০৫জন
বর্ণাঢ্য পুলিশ প্যারেডের মধ্য দিয়ে বৃহস্পতিবার শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ ২০১৪-এর চার দিনব্যাপী অনুষ্ঠানমালা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ সময় তিনি প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন। পেশাগত ক্ষেত্রে প্রশংসনীয় অবদানের জন্য অনুষ্ঠানে ১০৫ পুলিশ সদস্যকে পদক দেয়া হবে। এ ছাড়া ২০১৩ সালে অসীম সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ, দতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ১০৫ পুলিশ সদস্যকে মোট চার ধরনের পদক দেওয়া হবে। এগুলো হলো বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম), বিপিএম-সেবা ও পিপিএম-সেবা।
সাহসিকতা ও সেবার জন্য পুলিশের মধ্যে পদক দেয়ার রেওয়াজ থাকলেও রাজনৈতিক প্রভাবশালী ও উধ্বর্তন কর্মকতাদের পদকপ্রাপ্তিতে আবারও হিড়িক পড়েছে। ঐতিহ্য ভেঙ্গে এবার সবোর্চ্চ সংখ্যক ১০৫টি পদক দেয়া হচ্ছে। তদবির ও দলীয় বিবেচনায় পদক দেয়ারও অভিযোগ রয়েছে। পদক পেতে যাচ্ছেন র্যাব প্রধান ও ডিএমপি কমিশনারসহ ৩২ জন উচ্চপদস্থ ও প্রভাবশালী পুলিশ কর্মকর্তা। পদক পাচ্ছেন লালবাগের বিতর্কিত ডিসি হারুন-অর-রশীদ ও ওয়ারীর এডিসি এসএম মেহেদী হাসানসহ প্রায় ডজন খানেক পুলিশ কর্মকর্তাও। তবে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৬ পুলিশ সদস্যকে এবার পদক দেয়া হচ্ছে।
পদক বঞ্চিত একাধিক পুলিশ কর্মকর্তা জানান, রাজনৈতিক সহিংসতায় নিহত ও আহত পুলিশ সদস্যদের পাশাপাশি মাঠ পর্যায়ের কয়েকজন সৎ ও কর্মঠ পুলিশ সদস্যদের পদক দেয়ার কথা ছিলো। এজন্য মধ্যম সারির পুলিশ কর্মকর্তাদের আবেদন না করতে মৌখিকভাবে নিষেধ করা হয়। এজন্য ভালো কাজ থাকলেও অনেক পুলিশ কর্মকর্তাই পদকের জন্য আবেদন করেননি। অভিযোগ আছে, যেসব বড় কর্মকর্তারা আবেদন করতে নিষেধ করেছিলেন তাদের কেউ কেউ নিজেরাই পদক নিচ্ছেন।
পুলিশ সদর দফতর সূত্র জানায়, অনুষ্ঠানের মধ্যে রয়েছে প্রথম দিন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আইন-শৃঙ্খলা বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সম্মেলন অনুষ্ঠিত হবে রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে।
নিহত ১৬ জনকে দেয়া হচ্ছে পদক : রাজনৈতিক সহিংসতা প্রতিরোধ ও অপরাধ নিয়ন্ত্রণ করতে গিয়ে যেসব পুলিশ সদস্য জীবন দিয়েছেন তাদেরকে এবার পদক তালিকায় অগ্রাধিকার দেয়া হয়েছে। চলতি বছর পদক পাচ্ছেন রাজনৈতিক সহিংসতায় নিহত ১৬ পুলিশ সদস্য। এরা হলেন- এসআই শাহজাহান (ডিএমপি), এসআই শরিফুল ইসলাম (ডিবি, ডিএমপি), নায়েক ফিরোজ খান (গোপালগঞ্জ), কনস্টেবল ফেরদৌস খলিল (ডিএমপি), জাকারিয়া ( গোপালগঞ্জ), সিদ্ধার্থ চন্দ্র সরকার ( আরএমপি), আবু তারেক (চট্টগ্রাম জেলা), কাজী জহিরুল হক (যশোর), জিএম ওমর ফারুক (হরিণাকুন্ডু থানা), মফিজুর রহমান (খুলনা), মোজাহার আলী (রংপুর), আজিজুর রহমান (আরআরএফ), মো. বাবুল মিয়া ( গাইবান্ধা), তোফাজ্জল হোসেন (গাইবান্ধা), হযরত আলী ( গাইবান্ধা) ও খাজা নাসিরউদ্দিন আখন্দ (সৈয়দপুর রেলওয়ে)।
পদকে পাচ্ছেন এসপি থেকে উর্ধ্বতন ৩২ কর্মকর্তা : র্যাবের ডিজি মোখলেছুর রহমান, ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ, হাইওয়ে পুলিশের ডিআইজি আছাদুজ্জামান, অতিরিক্ত কমিশনার (ডিএমপি) আব্দুল জলিল মণ্ডল, শেখ মোহাম্মদ মারুফ হাসান, খুলনা রেঞ্জ ডিআইজি এসএম মনির-উজ-জামান, র্যাবের এডিজি কর্ণেল জিয়াউল আহসান, এ্যাডিশনাল ডিআইজি (এসবি) মাহবুব হোসেন, র্যাব- এর অধিনায়ক মল্লিক ফখরুল ইসলাম, র্যাব-১২ এর অধিনায়ক জামিল আহমেদ, র্যাব পরিচালক লে.কর্ণেল রিয়াজুর রহমান, উইং কমান্ডার মোফাজ্জল হুসাইন, ডিএমপির ডিসি (সদরদপ্তর) আনোয়ার হোসেন, মতিঝিলের ডিসি আশরাফুজ্জামান, ঝালকাঠির এসপি মজিদ আলী, নোয়খালীর এসপি আনিসুর রহমান, নারায়নগঞ্জের এসপি সৈয়দ নুরুল ইসলাম, এসবির বিশেষ পুলিশ সুপার ফরিদা ইয়াসমিন, র্যাব-৮ এর অধিনায়ক লে.কর্ণেল ফরিদুল আলম, র্যাব-১১ এর অধিনায়ক লে.কর্ণেল সাঈদ মোহাম্মদ, র্যাব-১এর অধিনায়ক লে.কর্ণেল কিসমত হায়াৎ, রাজবাড়ীর এসপি রেজাউল হক, সিআইডির বিশেষ পুলিশ সুপার রেজাউল হায়দার, ব্রাক্ষ্মণবাড়িয়ার এসপি মনিরুজ্জামান, ডিএমপির ডিসি শামীমা বেগম, লালবাগের ডিসি হারুন-অর-রশীদ, ডিএমপির গণমাধ্যম শাখার পরিচালক (ডিসি) মাসুদুর রহমান, মাগুড়ার এসপি জিহাদুল কবির, তেজগাঁও বিভাগের ডিসি বিপ্লব কুমার সরকার, র্যাবের উপ-পরিচালক মেজর মেহেদী হাসান, মেজর আবুল কালাম আজাদ ও মেজর মাহফুজ-উল-আমিন নূর।
আরো যারা পদক পাচ্ছেন : ডিএমপির ওয়ারী বিভাগের এডিসি এসএম মেহেদী হাসান, এডিসি (সচিবলায় নিরাপত্তা) মশিউর রহমান, সিনিয়র এসি (মতিঝিল জোন) সাইফুর রহমান, র্যাবের উপ সহকারী পরিচালক মো. রিপন মিয়া, র্যাব-১২ এর স্কোয়াড্রন লীডার মোহাম্মদ মিরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদরদপ্তর) নাসিয়ান ওয়াজেদ, বিএমপির এডিসি আতিকুর রহমান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদরদপ্তর) এসএম হাসানুল জাহীদ, এডিসি (মতিঝিল জোন) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (এসবি) মোমিনুল ইসলাম ভুইয়া, সিনিয়র এসি (কেএমপি) শেখ জয়নুদ্দীন, এসি ( ড্এিমপি, ডিবি) একেএম মাহবুবুর রহমান, এসি (ডিএমপি, ডিবি) জুয়েল রানা, সিনি. এসি (ডিএমপি, ডিবি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম, র্যাব-৬ এর এএসপি মো. গোলাম রব্বানী, র্যাবের ক্যাপ্টেন নাহিদ আল আমিন, এসি (রমনা জোন) এসএম শিবলী নোমান, এসবির সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম মিয়া,শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম, হাজারীবাগ থানার ওসি কাজী মাইনুল ইসলাম, সাতকানিয়া থানার ওসি শেখ নেয়ামত উল্লাহ, পাটকেলঘাট থানার ওসি মামুন-অর-রশিদ, এসপিবিএন-১ এর পরিদর্শক মো. আলাউদ্দিন, ডিএমপির শ্যামপুর থানার এসআই হেলালউদ্দিন, ধানমন্ডি থানার এসআই জোবায়ের, আরএমপির এসআই মকবুল হোসেন, আরএমপির এসআই জাহাঙ্গীর আলম, মুজিবনগর থানার এসআই শামসুল মান্নান, সিএমপির সার্জেন্ট হেলালউদ্দিন ভুইয়া, ডিএমপির এএসআই আব্দুর রহিম মিয়া, পল্টন থানার এএসআই আব্দুল হালিম, গোপালগঞ্জের এএসআই আজিবর রহমান, ঝিনাইদহ জেলা গোয়েন্দা এএসআই আজম মাহমুদ, ঘোড়াশাল থানার এএসআই জাবেদ আলী, র্যাব-৯ এর এএসআই নাসিরউদ্দিন সরকার, খুলনা পুলিশ লাইন্সের নায়েক কেরামত আলী, র্যাব-৩ এর কর্পোরাল শাসুজ্জামান, র্যাব-৩ এর নায়ক রুহুল আজম, ডিএমপির কনস্টেবল আজিজুর রহমান, ফাইজুল ইসলাম, র্যাবের এএসআই পিয়ারুল ইসলাম, আরএমপির কনস্টেবল হামিদুর রহমান, আনন্দ কুমার, তৌহিদুর রহমান, ফরিদপুর জেলা গোয়েন্দার কনস্টেবল বাকির হোসেন, সিআইডির পরিদর্শক সৈয়দ গোলাম মওলা, চকবাজার থানা পরিদর্শক (তদন্ত) আলমগীর ভুইয়া, পরিদর্শক মেজবাহউদ্দিন আহমেদ (ডিএমপি, ডিবি), সবুজবাগ থানার পরিদর্শক (তদন্ত) তাজুল ইসলাম, পরিদর্শক জাহাঙ্গীর আলম তালুকদার (ডিএমপি, ডিবি), খিলগাঁও থানার ওসি সিরাজুল ইসলাম, ত্রিশাল থানার ওসি ফিরোজ তালুকদার, বাড্ডা থানার এসআই সোমেন বড়–য়া, মির্জাপুর থানার এসআই শ্যামল কুমার দত্ত, জয়দেবপুর থানার এসআই ইকবাল হোসেন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এএসআই মুকুল মোহন কুন্ড ও ফরিদপুরের কনস্টেবল রফিকুল ইসলাম।
প্রতি বছরই অসীম সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ, দতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও প্রশংসনীয় অবদানের জন্য পুলিশ সদস্যদের পদক দেয়া হয়। পুলিশ সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম), বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা) প্রদান করা হয়। পদক প্রাপ্ত পুলিশ সদস্যদের এককালীন সম্মানী ভাতা দেয়া হয়। এছাড়া বিপিএম পদকপ্রাপ্ত পুলিশ সদস্যরা আজীবন ১ হাজার ৫শ’ টাকা এবং পিপিএম পদকপ্রাপ্ত পুলিশ সদস্যরা ১ হাজার টাকা করে মাসিক ভাতা পান।
এদিকে পুলিশ সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পৃথক বাণী দিয়েছেন।