আফগানিস্তান-সিরিয়ার চেয়েও বিপজ্জনক ভারত
বোমা হামলা ও হতাহতের দিক দিয়ে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর তালিকায় ভারতের অবস্থান তৃতীয়। ইরাক ও পাকিস্তানের পরই দেশটির অবস্থান। এমনকি যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান ও সিরিয়াও ভারতের চেয়ে অনেক বেশি নিরাপদ। টিএনএন।
ভারতের ন্যাশনাল বোম্ব ডাটা সেন্টারের (এনবিডিসি) সর্বশেষ তথ্য-উপাত্তে এ পরিস্থিতি উঠে এসেছে। এনবিডিসি তথ্যমতে, বিশ্বে সবচেয়ে বিপজ্জনক দেশ হিসেবে ২০১৩ সালে ভারতে ২১২টি বোমা বিস্ফোরিত হয়েছে। অথচ আফগানিস্তানে বিস্ফোরিত হয়েছে ১০৮টি। একই সময়ে বাংলাদেশে বিস্ফোরিত হয়েছে ৭৫টি, সিরিয়ায় ৩৬টি। এনবিডিসির তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০১২ সালের তুলনায় ২০১৩ সালে ভারতে বোমা হামলার সংখ্যা কমেছে।
এনবিডিসির তথ্য মতে, বোমা হামলায় আফগানিস্তানের চেয়ে ভারতে হতাহতের সংখ্যা বেশি। প্রকাশিত তথ্য অনুযায়ী, গত দশকে (২০০৪-২০১৩) ভারতে গড়ে ২৯৮টি বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব বিস্ফোরণে হতাহত এক হাজার ৩৩৭ জন।
বস্তুত পাকিস্তান, ইরাক ও ভারতে ঘটে থাকে বিশ্বের শতকরা প্রায় ৭৫ ভাগ বোমা বিস্ফোরণ। অবশ্য বেসামরিক লোকজন লক্ষ্যবস্তু হওয়ার দিক দিয়ে ভারতের অবস্থা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় একটু ভালো।