রাশিয়ার সঙ্গে যোগদানের পক্ষে ক্রিমিয়ার এমপিদের ভোট
ইউক্রেন নয় রাশিয়ার সঙ্গে যুক্ত হতে যাচ্ছে ক্রিমিয়া। বৃহস্পতিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় উপদ্বীপ ক্রিমিয়ার এমপিরা রাশিয়া ফেডারেশনে যোগ দেওয়ার পক্ষে সর্বসম্মতিক্রমে ভোট দিয়েছেন। ক্রিমিয়া ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের বৈঠক বসার আগেই ক্রিমিয়ার পার্লামেন্ট এ সিদ্ধান্ত নিল।
স্বায়ত্তশাসিত এ অঞ্চলটি তাদের সিদ্ধান্তে জনগণের মতামত নিতে ১৬ মার্চ গণভোটের ঘোষণা দিয়েছে। ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চলের বেশির ভাগ মানুষই রুশ বংশোদ্ভূত। দেশটির মস্কোপন্থী প্রেসিডেন্ট ভিক্তর ইয়ানুকোভিচের পতনের পরই ক্রিমিয়া নিয়ে রাশিয়ার সঙ্গে উত্তেজনা চলছে। ইয়ানুকোভিচের পতনের পর থেকে ক্রিমিয়া উপদ্বীপের নিয়ন্ত্রণ রুশ বাহিনী নিয়েছে। ইউক্রেনের অন্তবর্তী সরকারের এক মন্ত্রী বলছেন, ক্রিমিয়ার রাশিয়ায় যোগ দেওয়ার সিদ্ধান্ত হবে অসাংবিধানিক।