ইউক্রেনের ১৭ নেতার সম্পদ জব্দ করল ইইউ
ইউক্রেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ভিক্টোর ইয়ানুকোভিচসহ ১৭ নেতার সম্পদ জব্দ করেছে ইউরোপীয় ইউনিয়ন। অর্থ আত্মসাতের অভিযোগে এসব নেতার সম্পদ জব্দ করল ইইউ। গতকাল ইউরোপীয় জোট এ সিদ্ধান্ত নিয়েছে।
২৮ জাতির এ সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে-ইয়ানুকোভিচসহ ১৭ ব্যক্তিকে জনগণের রাষ্ট্রীয় সম্পদ আত্মসাত করার ক্ষেত্রে চিহ্নিত করা হয়েছে। প্রাথমিকভাবে বলা হয়েছে, এক বছরের জন্য এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। ১৮ ব্যক্তির এ তালিকায় ইয়ানুকোভিচের ছেলে ওলেক্সান্ডারও রয়েছেন।
এদিকে, কৃষ্ণ সাগর তীরবর্তী ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপের চলমান সংকট নিয়ে জরুরিভত্তিতে আলোচনার কথা রয়েছে আজ। ইউক্রেন সংকটের এক পর্যায়ে ক্রিমিয়ায় রুশ সেনাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের একটি সূত্র জানিয়েছে, জোটের সদস্য দেশগুলো কেবলমাত্র ইউক্রেনের আদালতের রুলিংয়ের পর এসব ব্যক্তির সম্পদ ফেরত দিতে পারবে।