দেশে প্রথম বাতাসচালিত মোটরসাইকেল উদ্ভাবন

Bikeদেশে এই প্রথম বাতাসচালিত মোটরসাইকেল উদ্ভাবন হয়েছে। যা কোন ধরনের তেল-গ্যাস ছাড়া ও শতভাগ পরিবেশবান্ধব হবে। তাছাড়া মোটরসাইকেলটি চালু করতে ব্যাটারির  প্রয়োজন হবে না। এ মোটরসাইকেলটি চালাতে প্রতি কিলোমিটার খরচ হবে ৯১ পয়সা। দীর্ঘ ২ বছর চেষ্টার পর বাতাসচালিত মোটরসাইকেলটি উদ্ভাবন করেছেন হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের গরিব কৃষক সৈয়দ আলীর পুত্র নুরুজ্জামান। বুধবার বিকালে হবিগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এক অনুষ্ঠানে প্রদর্শনীর মাধ্যমে নুরুজ্জামান এ তথ্য জানান।
এ উপলক্ষে  আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারি বৃন্দাবন কলেজের অধ্যক্ষ প্রফেসর বিজিত কুমার ভট্টাচার্য, হবিগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী হাবিবুর রহমান, নবীগঞ্জ দিনারপুর ফুলতলি আলিয়া  মাদরাসার অধ্যক্ষ শেখ ফরহাদ ছাদ উদ্দিন ও হবিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ। সভায় উদ্ভাবক চট্টগ্রাম শ্যামলী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র নুরুজ্জামান বলেন, ২০১১ সাল থেকে বাতাসচালিত মোটরসাইকেল তৈরির কাজ শুরু করেন। একটানা ২ বছর সাধনার পর এটি তৈরি  করেন। দীর্ঘ গবেষণায় তার কমপক্ষে ৪ লাখ টাকা ব্যয় হলেও বর্তমানে এটি তৈরিতে প্রায় ১ লাখ টাকা প্রয়োজন হবে। কাঠ, লোহা, শিট দিয়ে তৈরি এ মোটরসাইকেলটি আরও উন্নত ও বাজারজাত করতে সরকারের পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলে মনে করেন তিনি। এ ব্যাপারে হবিগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী হাবিবুর রহমান উদ্ভাবক  নুরুজ্জামান সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আরও উন্নত প্রযুক্তির মোটরসাইকেল তৈরি করতে পারবে বলে জানান।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button