চতুর্থ ধাপে ভোটের লড়াইয়ে ১২৮৭ জন
চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে চূড়ান্তভাবে ভোটের লড়াই করবেন ১ হাজার ২৮৭ জন প্রার্থী। গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বৈধ প্রার্থীদের মধ্য হতে মনোনয়নপত্র প্রত্যাহার করেন ২০৭ জন প্রার্থী ।
এই দফায় মনোনয়নপত্র জমা পড়েছিল ১ হাজার ৫১২টি। যাচাই বাচাই শেষে বৈধ প্রার্থীদের মধ্য হতে মনোনয়নপত্র প্রত্যাহার করেন ২০৭ জন প্রার্থী। যার মধ্যে চেয়ারম্যান পদ থেকে ১১১ জন, ভাইস চেয়ারম্যান পদ থেকে ৮৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদ থেকে ১৩ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
জমা পড়া ১ হাজার ৫১২টি মনোনয়নপত্র যাচাই বাচাইয়ের আপীল শেষে মোট ১৮ জন প্রার্থী চূড়ান্তভাবে বাদ পড়েন। বৈধ প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদ থেকে ১১১ জন, ভাইস চেয়ারম্যান পদ থেকে ৮৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদ থেকে ১৩ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
ফলে এখন চেয়ারম্যান পদে ৪৪৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫১৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩২১ জন প্রার্থী চূড়ান্তভাবে ভোটের লড়াইয়ে নামবেন।
নির্বাচন কমিশনে সংশ্লিষ্ট উপজেলা রিটানিং কর্মকর্তাদের পাঠানো প্রতিবেদন হতে এ তথ্য জানা যায়।
আগামী ২৩ মার্চ ৪৩টি জেলার ৯৩টি উপজেলায় চতুর্থ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ।