ইসলামিক পার্সোনালিটি অব দ্য ইয়ার ড. জাকির নায়েক
এ বছরের ডিআইএইচকিউএ অনুষ্ঠানে ইসলামিক পার্সোনালিটি অব দ্য ইয়ার পুরস্কার দেয়া হবে প্রখ্যাত বক্তা ভারতের ড. জাকির নায়েককে। উল্লেখ্য, ডিআইএইচকিউএ প্রথমে মিশরের আল আজহার মসজিদের গ্র্যান্ড ইমাম শেখ আহমেদ আল তায়েবকে এ পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছিল। কিন্তু মিশরে রাজনৈতিক সংঘাতের ফলে নিরাপত্তা অবস্থার ক্রমাগত অবনতি হওয়ায় আহমেদ আল তায়েবের দুবাই ভ্রমণ করার মতো কোন পরিস্থিতি নেই। সে কারণে এবছর ড. জাকির নায়েককে ইসলামিক পার্সোনালিটি অব দ্য ইয়ার পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেয় ডিআইএইচকিউএ।
গত বছর এ পুরস্কার পেয়েছিলেন যুক্তরাষ্ট্রের শেখ ইউসুফ এসতেস। ইসলামিক পার্সোনালিটি অব দ্য ইয়ারকে ১০ লাখ দিরহাম দেয়া হয়।