সিলেট সদর ও কানাইঘাট উপজেলায় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

সিলেট সদর ও কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে । শুক্রবার সিলেটের রিটার্নিং অফিসার এ জেড এম নূরল হক প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন।
সিলেট সদর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামীলীগ প্রার্থী আশফাক আহমদ (কাপ-পিরিচ), বিএনপির আবুল কাহের শামীম (আনারস), শাহ জামাল নুরুল হুদা  (দোয়াত কলম), স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেন মকু (ঘোড়া) ও জামায়াতের জালাল আহমদ (মোটরসাইকেল)।
ভাইস চেয়ারম্যান পদে নুরুল ইসলাম (জাহাজ), ইমাম উদ্দিন  (বৈদ্যুতিক বাল্ব), আবুল কাশেম (টিউবওয়েল), জৈন উদ্দিন (চশমা), ইনছান মিয়া (ক্রিকেট ব্যাট), দিলোয়ার হোসেন (উড়োজাহাজ), উস্তার আলী (তালা), কবির মিয়া (ঘুড়ি), হেলাল আহমদ (মাইক), মঈনুল ইসলাম (বই), সামসুল হক (টিয়াপাখি), মাওলানা হাফিজ উদ্দিন চৌধুরী (টাইপ রাইটার)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুলতানা মাসুদ (বৈদ্যুতিক পাখা), দিলারা বেগম (প্রজাপতি), সেলিনা আক্তার (কলস), হেনা বেগম (ফুটবল), বিলকিস আকতার স্বপ্না (পদ্মফুল), পারভীন আক্তার (হাঁস), আফিয়া খাতুন (তীর-ধনুক), মনি বেগম  (সেলাই মেশিন)।
কানাইঘাট উপজেলায় চেয়ারম্যান পদে আশিক উদ্দিন চৌধুরী  (মোটরসাইকেল), আব্দুর রহিম (আনারস), নিজাম উদ্দিন (ঘোড়া), সাহাব উদ্দিন  (দোয়াত কলম) প্রতীক বরাদ্দ পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে আজিজুল আম্বিয়া (টিউবওয়েল), বদরুজ্জামান (টিয়াপাখি), জামাল উদ্দিন (জাহাজ), আলীম উদ্দিন (চশমা), জাহাঙ্গীর আলম রানা (মাইক), আব্দুল করিম (তালা)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রভাতী রানী (হাঁস), রুবী রানী (কলস), জাহানারা বেগম (বৈদ্যুতিক পাখা), মরিয়ম বেগম (পদ্মফুল) ও রুকশানা বেগম (ফুটবল)।
উল্লেখ্য, চতুর্থ পর্বে এ দুই উপজেলায় ২৩ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button