সংলাপের জন্য সুরঞ্জিতের ৩ শর্ত

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘আগাম নির্বাচন ও সরকারের সঙ্গে সংলাপ চাইলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে তিনটি শর্ত মানতে হবে।’
শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে অনুষ্ঠিত আওয়ামী লীগের সমাবেশে বক্তব্য দেয়ার সময় এ কথা বলেন তিনি।
সুরঞ্জিত সেনগুপ্ত শর্তগুলো উল্লেখ করে বলেন, ‘প্রথমত, ৭ মার্চ বঙ্গবন্ধুর দেয়া ভাষণকে স্বাধীনতার ঘোষণা মানতে হবে। দ্বিতীয়ত, বঙ্গবন্ধুকে জাতির জনক মানতে হবে এবং তৃতীয়ত,এই সরকারকে বৈধতা দিতে হবে।’
সরকারের সঙ্গে আলোচনায় বসতে সরকারকে প্রস্তাব দেয়ার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী গতকাল যে আহ্বান জানিয়েছেন, সে সম্পর্কে সুরঞ্জিত এ কথা বলেছেন।
খালেদা জিয়া ও বি চৌধুরীর একসঙ্গে আন্দোলনের কথা উল্লেখ করে সুরঞ্জিত বলেন, ‘খবর পাইছেন নাকি! আজ থেকে একযুগ আগে খালেদা জিয়া বি চৌধুরীকে তালাক দিয়েছেন। এক তালাক। দুই তালাক। তিন তালাক, বাইন তালাক। তারপর রেললাইনে দৌড়ানোর কথা আপনারা জানেন। আজকে তারা একসঙ্গে আলোচনার কথা বলেন।’
খালেদা জিয়া ও বি চৌধুরীর উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা যদি আমাদের শর্তগুলো না মানেন তাহলে আগাম নির্বাচনও হবে না, সংলাপও হবে না।’
সংবিধানের কিছু মানবেন আর কিছু মানবেন না, তা হবে না বলে মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button