কষ্টার্জিত স্বাধীনতা ধরে রাখতে হবে : হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ পাঁচ বছর সফলতার সঙ্গে দেশ পরিচালনা করেছে। বাংলাদেশকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। শুক্রবার ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত আওয়ামী লীগের সমাবেশে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেছেন। প্রধানমন্ত্রী বলেন, বহু কষ্টে আমরা স্বাধীনতা অর্জন করেছি।একে ধরে রাখতে হবে।
বক্তব্যের শুরুতে শেখ হাসিনা ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের তাতৎপর্য্ তুলে ধরেন। তিনি বলেন, সোহারাওয়ার্দী উদ্যান বাঙালি জাতির জন্য গুরুত্বপূর্ণ জায়গা। জাতির পিতার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ গড়ার কাজ শুরু হয়েছিল। ১৯৯৬ সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধুর আদর্শকে সামনে রেখে জনগণের জন্য কাজ শুরু করে। কিন্তু ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসে বিএনপি জোট দেশকে ধ্বংসের পথে নিয়ে যায়। তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলা, জঙ্গিবাদ, সন্ত্রাস, মানি লন্ডারিং প্রভৃতির কথা তুলে ধরেন। তিনি অভিযোগ করে বলেন, তাদের অপকর্মের জন্যই ১/১১ এর অবস্থা সৃষ্টি হয়। তিনি বলেন, ২০০১ সালে থেকে ২০০৬ বাংলাদেশের মানুষের জন্য কলঙ্কজনক অধ্যায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ক্ষমতায় বসে শুধু ভোগ করা সরকারের কাজ নয়, জনগণের সেবাই করাই হচ্ছে সরকারের দায়িত্ব। আর জনগণের সেবা করার জন্য আমরা কাজ করে যাচ্ছি।
তিনি বলেন, বিএনপির আন্দোল মানেই ধ্বংসাত্মক আন্দোলন। ধর্ম-বর্ণ নির্বিশেষে বিএনপি নির্যাতন করেছে। মসজিদ-মন্দিরে আগুন দিয়েছ। বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়েছে। তাদের অপকর্মের ফলেই জনগণ আমাদেরকে আবার ক্ষমতায় এনেছে।
তিনি আরো বলেন, যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য তারা জামায়াতের হয়ে কাজ কাজ করেছে। হরতাল দিয়ে দেশের অর্থনীতিকে ধ্বংস করতে চাইলেও আমরা অর্থনীতির চাকাকে সচল রেখেছি।