সৌদি আরবে প্রথম নারী ব্যাংক প্রধান সারাহ-আল-সুহাইমি

NCBসৌদি আরবের ন্যাশনাল কমার্শিয়াল ব্যাংকের (এনসিবি) অঙ্গপ্রতিষ্ঠান এনসিবি ক্যাপিটালের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন সারাহ-আল-সুহাইমি নামে এক নারী। এই প্রথম দেশটির কোনো ব্যাংকের প্রধান হিসেবে কোনো নারীকে নিয়োগ দেওয়া হলো।
রক্ষণশীল এই দেশটিতে এরকম গুরুত্বপূর্ণ পদে নারীদের নিয়োগের ঘটনা বিরল। দেশটিতে নারীরা বিভিন্ন ধরনের বিধিনিষেধের শিকার হন। দেশটিতে কর্মক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীর উপস্থিতির ক্ষেত্রেও বিধিনিষেধ আছে।
সারাহ-আল-সুহাইমির অবশ্য কর্মক্ষেত্রে বেশ দক্ষতার পরিচয় রেখেছেন। তিনি জাদওয়া ইনভেস্টমেন্ট থেকে ন্যাশনাল কমার্শিয়াল ব্যাংকে যোগ দিয়েছেন। জাদওয়া ইনভেস্টমেন্টে তিনি অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান ছিলেন। এর আগে তিনি একই ব্যাংকের পোর্টফোলিও ম্যানেজমেন্টের প্রধান ছিলেন। পাঁচ বছর সামবা ফিন্যান্সিয়াল গ্রুপে শীর্ষপর্যায়ে কাজ করার পর ২০০৭ সালে জাদওয়া ইনভেস্টমেন্টে যোগ দেন তিনি।
সৌদি আরবে বাড়ছে নারীর ক্ষমতায়ন। অতি রক্ষণশীল এই দেশটিতে ব্যাংক ও গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রের গুরুত্বপূর্ণ পদগুলোতে নারীদের পদচারণা বাড়ছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে সৌদি আরবের সংবাদপত্র সৌদি গেজেট প্রথম নারী এডিটর-ইন-চিফ হিসেবে সুমাইয়া জাবার্তির নাম ঘোষণা করে। এর আগে সুমাইয়া সৌদি গেজেটের শীর্ষ পদে কর্মরত ছিলেন।
সৌদি আরবের ইসলামী শরিয়াহ আইনানুযায়ী কোনো নারী তাদের পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া কর্মক্ষেত্রে কিংবা বাড়ির বাইরে যেতে পারবে না।
সৌদি আরবই একমাত্র দেশ, যেখানে নারীদের গাড়ি চালানো নিষিদ্ধ। এ ছাড়া পুরুষ অভিভাবকের সম্মতি ছাড়া তারা পরিচয়পত্রও পান না।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button