বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল হোটেল
জেনেভার হোটেল প্রেসিডেন্ট উইলসনের ‘রয়্যাল পেন্টহাউস স্যুট’ বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল হোটেল স্যুট। এখানে এক রাত কাটাতে গুনতে হয় ৮৩ হাজার ২শ’ মার্কিন ডলার। অত্যন্ত বিলাসবহুল এ স্যুটে রয়েছে ১২টি শয়নকক্ষ, ১২টি মার্বেল স্নানঘর। শুধু তাই নয়, রয়্যাল পেন্টহাউস স্যুটের কক্ষে বসেই উপভোগ করা যায় আল্পস পবর্ত ও জেনেভা হ্রদের নয়নাভিরাম সৌন্দর্য। বিশাল আকারের সফর সঙ্গী না থাকলে ভিআইপিরা তার একান্ত সচিব, খানসামা ও বাবুর্চি নিয়ে হোটেল কক্ষে রাত কাটাতে পারেন। নিঃসন্দেহে বিত্তবানরাই এ হোটেলের অতিথি হয়ে থাকেন। হোটেলের এক কর্মকর্তা নিখিল ভিল্লা জানান, ’৯০-এর দশকে এ স্যুটে পাঁচটি করে শয়নকক্ষ ছিল। তবে এখন বিলাসী মানুষের অভাব নেই। তাছাড়া বিশ্বে এসব স্যুটে রাত যাপনের মতো মিলিয়নিয়ারের অভাব নেই। তাই এখন এটিকে আরও বিলাসবহুল করা হয়েছে।