এবার বগুড়ায় সোনালী ব্যাংকে সুরঙ্গ, ৩২ লাখ টাকা লুট
কিশোরগঞ্জের পর এবার বগুড়ার আদমদীঘি সোনালী ব্যাংকের শাখায় সুরঙ্গ কেটে ৩২ লাখ টাকা লুটে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে ব্যাংকের দুই নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে এ ঘটনা ঘটেছে বলে ধারনো করা হচ্ছে। ঘটনা ফাঁসের পরই শনিবার বিকেলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।