সিটি কর্পোরেশন বেবী কেয়ার একাডেমী’র উদ্বোধন
শিক্ষা ক্ষেত্রে সিলেটকে এগিয়ে নিতে নগরীর চারাদিঘীরপারস্থ মজলিশ আমিন এলাকায় সিটি কর্পোরেশন বেবী কেয়ার একাডেমী’র উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১১ টায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নিবাহী কর্মকর্তা মোঃ এনামুল হাব্বি, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, মহিলা কাউন্সিলর শাহানারা বেগম, ১ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদি সহ একাডেমীর শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
উদ্বোধন কালে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ১৬ কোটি মানুষের এই দেশকে বিশ্বের ধরবারে তুলে ধরতে হলে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সমৃদ্ধশালী দেশ গড়তে হলে প্রয়োজন নতুন প্রজন্মকে সু-শিক্ষায় শিক্ষিত করে তোলা। তারই ধারাবাহীকতায় সিটি কর্পোরেশন বেবী কেয়ার একাডেমী’র যাত্রা।
উল্লেখ্য সিলেট সিটি কর্পোরেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে সিটি কর্পোরেশন বেবী কেয়ার একাডেমী পরিচালিত হবে।