‘দুই নেত্রীর মানসিকতা পরিবর্তন জরুরি’
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক বলেছেন, দেশে বিচারকরা যদি আবেগী হয়ে রায় দেন তাহলে মৌলিক অধিকার রক্ষা করা সম্ভব নয়। শনিবার রাজধানীর হোটেল পূর্বানীতে আয়োজিত একটি সেমিনারে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। মৌলিক অধিকার সংরক্ষণ কমিটির আয়োজনে ‘বাংলাদেশে গণতন্ত্র ও মৌলিক অধিকার’ শীর্ষক সেমিনারে তনি বলেন, গ্রামে গঞ্জে গেলে অনেকেই বলেন, মেয়েরা যেন আর প্রধানমন্ত্রী না হন। আমি সেটা বলতে চাই না। তবে আমি বলি, দুই বারের বেশি যেন কেউ প্রধানমন্ত্রী না হয়। তিনি বলেন, দেশে মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দুই দলেরই মানসিকতা পরিবর্তন করা দরকার। দুই নেত্রীর মানসিকতা পরিবর্তন জরুরি। তাহলে নাগরিক অধিকার রক্ষার জন্য কাউকে কমিটি করতে হবে না। সাংবাদিক মাহফুজ উল্লাহর পরিচালনায় সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গণস্বাস্থ নগর হাসপাতালের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী, অধ্যাপক আসিফ নজরুল, জাতীয় মহিলা আইনজীবী সমিতির চেয়ারপারসন ফাওজিয়া করিম, ড. তুহিন মালিক, অধ্যাপক পিয়াস করিম প্রমুখ।