পুলিশ দম্পতি হত্যা মামলা
ঐশীসহ ৪ জন অভিযুক্ত
চাঞ্চল্যকর পুলিশ দম্পতি হত্যা মামলায় তাদের মেয়ে ঐশীসহ ৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। রোববার বেলা ১২টায় মামলার তদন্ত কর্মকর্তা আবুল খায়ের মাতব্বার এ অভিযোগপত্র আদালতে দাখিল করেন।
পুলিশের সহকারী কমিশনার (এসি) আনিছুর রহমান অভিযোগপত্র দাখিলের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। অভিযোগপত্রে ঐশী ছাড়াও বন্ধু জনি ও রনি এবং গৃহকর্মী সুমিকে অভিযুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১৬ আগস্ট সন্ধ্যায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ইন্সপেক্টর মাহফুজ ও তার স্ত্রী স্বপ্নার মরদেহ রাজধানীর মিন্টো রোডের চামেলিবাগে নিজ বাসা থেকে উদ্ধার করে পুলিশ। ওই হত্যাকাণ্ডের পর তাদের মেয়ে ঐশী রহমান রহস্যজনকভাবে লুকিয়ে থাকেন। ১৭ আগস্ট সে পল্টন থানায় আত্মসমর্পন করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মা-বাবাকে খুন করার কথা স্বীকারও করে ঐশী।