সেরা অনাবাসী বাংলাদেশির তালিকা প্রকাশ

top10২০১৩ সালে বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ যুক্তরাজ্য থেকে প্রকাশিত দ্বিভাষিক ম্যাগাজিন মিলেনিয়াম বছরের সেরা অনাবাসী বাংলাদেশিদের তালিকা প্রকাশ করেছে। এতে লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান এনআরবি পারসন অব দ্য ইয়ার-২০১৩ নির্বাচিত হয়েছেন রোববার যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ থেকে একযোগে বর্ষসেরা অনাবাসী বাংলাদেশি হিসেবে লুৎফুর রহমানের নাম ঘোষণা করা হয়।
শীর্ষ তালিকায় থাকা অন্য অনাবাসীরা হলেন- খান একাডেমির প্রতিষ্ঠাতা শিাবিদ সালমান খান। তার প্রতিষ্ঠিত খান একাডেমী অনলাইনের মাধ্যমে বিশ্বের কোটি কোটি মানুষের কাছে জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছে। মিলেনিয়াম তাকে ‘জ্ঞানের বাতিঘর’ হিসেবে চিহ্নিত করে তালিকার তৃতীয় স্থানে জায়গা দিয়েছে। চতুর্থ স্থানে রয়েছেন ব্রিটিশ এমপি রোশনারা আলী। জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবের সহ-প্রতিষ্ঠাতা জাভেদ করিমের অবস্থান তালিকার পাঁচ নাম্বার স্থানে। বিশ্ব চ্যাম্পিয়ন জিমন্যাস্ট বাংলাদেশি বংশোদ্ভূত রাশিয়ান মার্গারিটা মামুন মিলেনিয়ামের বিচারে বছরের ৬ষ্ট সেরা অনাবাসী বাংলাদেশি।
পাঠকের মতামত ও বিচারক প্যানেলের বিবেচনায় লুৎফুর রহমান মিলেনিয়াম’র চোখে বর্ষসেরা অনাবাসী বাংলাদেশি হিসেবে বিবেচিত হন। মিলেনিয়াম’র চলতি সংখ্যায় বর্ষসেরা নির্বাচনের পাশাপাশি ২০১৩ সালের সেরা ১০ অনাবাসী বাংলাদেশির তালিকা প্রকাশ করা হয়।
২০১৩ সালের সেরা অনাবাসী তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ব্রিটিশ কারি এওয়ার্ডের প্রতিষ্ঠাতা এনাম আলী। ২০১৩ সালের কারি এওয়ার্ড অনুষ্ঠানে ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে উপস্থিত করে বাংলাদেশি কারি শিল্পকে বিশাল এক স্বীকৃতি এনে দেন তিনি।
২০২২ সালে অনুষ্ঠিতব্য কাতার বিশ্বকাপের অবকাঠামো নির্মাণের অন্যতম কারিগর প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন অনাবাসী বাংলাদেশির তালিকায় স্থান পেয়েছেন সাত-এ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনী ব্রিটিশ রাজনীতিবিদ টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টে লেবার পার্টির মনোনয়ন বাগিয়ে তালিকার আট নাম্বার জায়গাটি দখল করেছেন।
মিস আমেরিকা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মিস মিসিসিপি পারমিতা মিত্র নিজের সাফল্যের জ্যোতিতে সেরা অনাবাসীদের মধ্যে নবম হয়েছেন। সেরা ১০ এর শেষ স্থানটি নিজের করে নিয়েছেন যুক্তরাজ্যের বাসিন্দা অ্যারোসল আর্টিস্ট মোহাম্মদ আলী।
উল্লেখ্য, সেরা অনাবাসী বাংলাদেশির তালিকা প্রকাশ যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশিদের অন্যতম জাকজমকপূর্ণ অনুষ্ঠানগুলোর একটি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button