ব্রিটিশ ভিসায় বন্ড ব্যবস্থা নিশ্চিত করলো ব্রিটেন
ব্রিটেনের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে অফেরতযোগ্য ৩ হাজার পাউন্ডের বন্ড ব্যবস্থা চালুর কথা নিশ্চিত করেছে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির হাইরিস্ক লিস্টে থাকা ৬ দেশ- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নাইজেরিয়া ও ঘানার নাগরিকদের জন্য এটি প্রযোজ্য বলেও উল্লেখ করা হয়েছে। তবে ক্রমান্বয়ে এই বিশেষ বন্ড সব দেশের ক্ষেত্রেই চালু করা হবে বলে জানিয়েছে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বৈষম্যের অভিযোগ ও প্রতিশোধের সতর্ক বার্তা সত্ত্বেও তারা এ পাইলট স্কিম নিয়ে অগ্রসর হচ্ছে। তবে ঠিক কবে থেকে এটি কার্যকর হবে তা এখনো নিশ্চিত করা হয়নি।
ই-মেইলের মাধ্যমে পাঠানো এ বিবৃতিতে বলা হয়েছে, আপাতত এই পাইলট স্কিম ভ্রমণ ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে। কিন্তু এই প্রোগ্রাম সফল হলে এটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যে কোনো ভিসা রুট ও যে কোনো দেশের ক্ষেত্রে প্রয়োগ করা হবে। তবে বর্তমানে তাদের টার্গেট হলো এশিয়া ও আফ্রিকার ৬ দেশ।