মহাকাশ থেকে ৬ মাস পর পৃথিবীতে অবতরণ
রাশিয়ার দুই ও আমেরিকার এক নভোচারী ছয় মাসেরও বেশি সময় আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে অবস্থানের পর পৃথিবীতে ফিরে এসেছেন।মঙ্গলবার যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
রাশিয়ার ওলেগ কটোভ ও সার্গেই রায়াজানস্কি ও ন্যাটোর মাইক হপকিন্সকে বহনকারী সয়ুজ ক্যাপসুলটি মঙ্গলবার কাজাখস্তানে অবতরণ করে।খারাপ আবহাওয়ার কারণে কিছু জটিলতা তৈরি হলেও পরে নিরাপদেই তারা ফিরে আসেন।