মেয়েকে স্কুলে দিয়ে মন্ত্রিসভায় গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
ইউক্রেন নিয়ে স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে, মালয়েশিয়ার একটি বিমান ‘অদৃশ্য’ হয়ে গেছে, নিজ দেশেও নানা সমস্যা। কিন্তু এর মধ্যেই ব্রিটিশ প্রধানমন্ত্রী তার মেয়ের জন্য সময় বের করেছেন। তাকে কাঁধে, কোলে চড়িয়ে স্কুলে পৌঁছে দিয়েছেন। তারপর গেছেন মন্ত্রিসভার বৈঠকে। তিন বছরের মেয়ে ফোরেন্সও খুশি বাবাকে কাছে পেয়ে। তবে কেবল মেয়েকে নয়, মেয়ের খেলনা, পুতুল, ব্যাগও বহন করেছেন প্রধানমন্ত্রী নিজে। মঙ্গলবার এমন খবরই দিয়েছে ব্রিটিশ গণমাধ্যমগুলো।
খবর অনুযায়ী, মেয়েকে স্কুলে নামিয়ে সরাসরি মন্ত্রিসভার অধিবেশনে সভাপতিত্ব করতে ডাউনিং স্ট্রিটে ছুটে যান। সেখানে ইউক্রেন ইস্যু, পাবলিক সেক্টরের বেতন নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী জোর দিয়ে জানান, মেয়েকে মাঝেমাঝেই স্কুলে পৌঁছানোর কাজটি করা সম্ভব। তিনি জানান, একই সাথে ভালো স্বামী, ভালো বাবা, ভালো প্রধানমন্ত্রী হওয়া সম্ভব।