৫ হাজার প্রবাসী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু

Sangsadআলোচনার মাধ্যমে শিগগিরই সংযুক্ত আরব আমীরাতে শ্রমবাজার উন্মুক্ত হবে বলে সংসদে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। তিনি আরও জানিয়েছেন, মহাজোট সরকারের আগের মেয়াদে ২০০৯ হতে ২০১৩ সাল পর্যন্ত বিদেশে কর্মরত পাঁচ হাজার ১০৮ জন শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে তিনি এতথ্য জানান। মন্ত্রী বলেন, চলতি মাসের শেষ সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের উচ্চ পর্যায়ের একটি টিম বাংলাদেশে আসবে। তাদের সঙ্গে আলোচনা করে সে দেশের বাংলাদেশের শ্রম বাজার পুনরায় চালু করা হবে বলে আশ্বস্ত করতে পারি। তিনি আরো বলেন, সংযুক্ত আরব আমীরাতের মোট জনসংখ্যার চাইতে বিদেশি কর্মীর সংখ্যা বেশি হয়ে যাওয়ায় দেশটি তাদের দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে আপাততঃ এধরণের ভিসা প্রক্রিয়া বন্ধ রেখেছে। শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে আরব-আমীরাতে ভিসা বন্ধ নয়। আমাদের দেশসহ ৭টি দেশের শ্রমিক পাঠানো বর্তমানে বন্ধ আছে।
জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, গত পাঁচ বছরে বিদেশে কর্মরতদের মধ্যে ১১ হাজার ৬৮১ জনের স্বাভাবিক ও পাঁচ হাজার ১০৮ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গড়ে বছরে দুই হাজার ৩৩ জনের স্বাভাবিক ও এক হাজার ২২ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তিনি আরো জানান, মৃত্যুবরণকারী বাংলাদেশিদের মধ্যে ১৩ হাজার ৪১৪ জন কর্মীর লাশ দেশে আনা হয়েছে। প্রবাসে অস্বাভাবিক মৃত্যুবরণকারী কর্মীদের মৃত্যুজনিত ক্ষতিপূরণের জন্য এক হাজার ৩০৮টি মামলা হয়েছে। এর মধ্যে ৯৬৮টি মামলা অমীমাংসিত রয়েছে। আর ৩৪০টি মামলা মীমাংসিত হয়েছে।
সংসদে দেওয়া এসংক্রান্ত তালিকায় দেখা যায়, গত পাঁচ বছরে সৌদি আরবে স্বাভাবিক ও অস্বাভাবিক ভাবে বাংলাদেশি কর্মী মৃত্যুর সংখ্যা বেশি। দেশটিতে পাঁচ বছরে চার হাজার ৭২৪ জন কর্মীর স্বাভাবিক ও দুই হাজার ৩৯৬ জন কর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। দেশটিতে মোট মৃত্যুবরণকারী সাত হাজার ১২০ জনের মধ্যে তিন হাজার ৮৮৩ জনের লাশ দেশে আনা হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button