লিবিয়ার প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত

Libyan Prime Minister Ali Zeidanলিবিয়ার প্রধানমন্ত্রী আলী জিদানকে ক্ষমতাচ্যুত করেছে দেশটির সংসদ। মঙ্গলবার সংসদে অনাস্থা ভোটের মাধ্যমে এ সিদ্ধান্ত নেয়া হয়। দেশটির পূর্বাঞ্চলে বিদ্রোহ দমনে ব্যার্থ হওয়ায় তা বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয়া হয়। আল জাজিরা এ খবর জানিয়েছে। এদিকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী আব্দুল্লাহ আল থিন্নির নাম ঘোষণা করা হয়েছে।
সংসদ সদস্যরা জানান, সংসদে ১৯৪ ভোটের মধ্যে ১২৪ ভোট পেয়ে এ অনাস্থা অনুমোদিত হয়।
এর আগেও জিদানের বিরুদ্ধে অনাস্থা আনার চেষ্টা করা হয়েছিল কিন্তু সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় তা অনুমোদিত হয়নি।
দেশটির পূর্বাঞ্চলের তেল ট্যাঙ্কার বিদ্রোহীরা দখল ও তা রফতানির ব্যাপারে প্রধানমন্ত্রী ব্যার্থ হওয়ায় উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এ অনাস্থার সিদ্ধান্ত নেয়া হয়।
এমপি সোলেয়মান আল জুবি এএফপি’কে বলেন, দুই সপ্তাহের জন্য দেশটির প্রতিরক্ষা মন্ত্রী আব্দুল্লাহ আল থিন্নিকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে।
পাবলিক ফান্ডের টাকা আত্মসাৎ করার অভিযোগে আলী জিদানের দেশের বাইরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল দেশটির প্রধান আইনজীবি।
২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির ৪২ বছরের শাসনামলের অবসানের পর ২০১২ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব পান জিদান। কিন্তু বিদ্রোহীদের অস্ত্র সমর্পণে ব্যার্থ হওয়ায় বারবারই সমালোচনার মুখোমুখি হতে হয় তাকে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button