নিখোঁজ বিমানের খোঁজে আন্দামানে তল্লাশি
মালয়েশিয়ান এয়ারলাইন্সের নিখোঁজ বিমানের খোঁজে আন্তর্জাতিক তল্লাশি অভিযান আন্দামান পর্যন্ত বিস্তৃত করা হয়েছে। তল্লাশির মূল কেন্দ্র থেকে যা কয়েকশ কিলোমিটার উত্তর-পশ্চিমে। বুধবার কর্মকর্তারা এ কথা জানান।
মালয়েশিয়ার সিভিল এভিয়েশন প্রধান আজহার উদ্দিন আব্দুল রহমান বলেন, আন্দামান সাগরের দক্ষিণাংশেও জাহাজ ও বিমান দিয়ে তল্লাশি চালানো হচ্ছে।
তিনি বলেন, বিরাট এলাকা নিয়ে তল্লাশি চালানো হচ্ছে। আমরা কোনো সুযোগই মিস করতে চাই না। সব সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে বলা হয়েছে, রাডার সংকেত অনুযায়ী মনে করা হচ্ছিল বিমানটি পূর্ব চীন সাগরের ওপর দিয়ে তার গতিপথ পরিবর্তন করে। সে সূত্র ধরেই কর্তৃপক্ষ তাদের তল্লাশি বিস্তৃত করে।
উল্লেখ্য, শনিবার সকালে মালয়েশিয়ার এমএইচ৩৭০ বিমানটি ২৩৯ আরোহী নিয়ে বেইজিংয়ের উদ্দেশে কুয়ালালামপুর ত্যাগের ঘণ্টাখানেকের মধ্যে নিখোঁজ হয়ে যায়। ঘটনার পর ৪ দিন পার হয়ে গেছে। এখনো বিমানটি সম্পর্কে নির্ভরযোগ্য কোনো খবর পাওয়া যায়নি।