আদালত অবমাননা
প্রথম আলোর যুগ্ম সম্পাদককে জরিমানা
আদালত অবমাননার অভিযোগে দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। পাশাপাশি পত্রিকাটির সম্পাদক মতিউর রহমানকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়। বৃহস্পতিবার দুপুরে বিচারপতি নাঈমা হায়দার ও জাফর আহমেদের ডিভিশন বেঞ্চ এই রায় দেন।
এর আগে মঙ্গলবার আদালত অবমাননার অভিযোগে জারি করা রুলের ওপর শুনানি শেষ হওয়ার পর আদালত রায়ের জন্য দিন ধার্য করেন।
গত ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ প্রথম আলোর মতামত পাতায় ‘মিনিটে একটি আগাম জামিন কীভাবে?’ এবং ‘ছয় থেকে আট সপ্তাহের স্বাধীনতা’ শিরোনামে পত্রিকার যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানের দুটি নিবন্ধ প্রকাশিত হয়।
প্রকাশিত এ নিবন্ধ দুটি আমলে নিয়ে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে রুলজারি করেন। পাশাপাশি মিজানুর রহমান খানকে তলব করা হয়।
গত ৬, ৯ ও ১০ মার্চ মিজানুরের উপস্থিতিতেই এ বিষয়ে শুনানি হয়। হলফনামার বিষয়ে নিশ্চিত হতে আদালত প্রথম আলো সম্পাদকের বক্তব্য শুনতে চাইলে মঙ্গলবার তিনি হাজির হন। শুনানির একপর্যায়ে বক্তব্য রাখেন মতিউর রহমান। পরে মিজানুর রহমান খানও বক্তব্য রাখেন।