১ মার্চ থেকে কার্যকর
বিদ্যুতের দাম বাড়লো ৬.৬৯ শতাংশ
বিদ্যুতের দাম ৬.৬৯ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ বৃহস্পতিবার দুপুরে এ সিদ্ধান্ত নেয়া হয়। বর্ধিত এই বিদ্যুতের দাম ১ মার্চ থেকে কার্যকর করা হবে। এর আগে, বিদ্যুতের দাম বাড়ানো এবং নতুন দাম নির্ধারণে বিইআরসি কর্মকর্তারা বৈঠক করেন।
গত সোমবার বিইআরসি কর্মকর্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদ্যুতের নতুন দাম নির্ধারণ নিয়ে বৈঠক করেছেন। পাঁচটি কোম্পানির আলাদা দাম নির্ধারণ করা হবে বলে তখন জানানো হয়েছিল।