জামিনে মুক্তি পেয়েছেন মুফতী সাখাওয়াত
কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন হেফাজতে ইসলামী বাংলাদেশের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও ইসলামীঐক্যজোটের সাংগঠনিক সচিব মুফতী সাখাওয়াত হোসাইন। বৃহস্পতিবার দুপুর ১টায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্তি পান।
মুক্তিলাভের পর ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী, খেলাফতে ইসলামীর মহাসচিব মাওলানা ফজলুর রহমান, হাফেজ আবুল ফারাহ আমিনীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ মুফতী সাখাওয়াত হোসাইনকে কাশিমপুর কারাগার থেকে সরাসরি লালবাগস্থ ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়ে আসেন। দুপুর আড়াইটায় সদ্য মুক্ত নেতাকে সম্বর্ধনা জানানো হয়।
জোট চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সদ্য কারামুক্ত নেতা মুফতী সাখাওয়াত হোসাইন কারাজীবনের অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য রাখেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ, ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী, যুগ্ম মহাসচিব মুফতী মুহাম্মদ তৈয়্যেব, শিল্প ও বাণিজ্য সম্পাদক মাওলানা যোবায়ের আহমদ, অর্থ সম্পাদক মাওলানা জসিম উদ্দীন, সহকারী মহাসচিব মাওলানা আবুল কাশেম, মাওলানা আহলুল্লাহ ওয়াছেল, মাওলানা হাবিবুল্লাহ, হাফেজ আবুল ফারাহ আমিনী, মাওলানা ইয়াকুব গাজী, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা কাজী আজিজুল হক প্রমুখ।