রুশনারা আলীর তহবিল সংগ্রহ ডিনার অনুষ্ঠিত

Rushnara Ali MPবাংলাদেশী বংশোদ্ভূত বৃটিশ এমপি রুশনারা আলীর তহবিল সংগ্রহ ডিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সেন্ট্রাল লন্ডনের গ্রান্ড কনাট রুমে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে শ্যাডো বিজনেস সেক্রেটারি চুকা উমুন্নাহ এমপি,  শ্যাডো এডুকেশন সেক্রেটারি ট্রিসট্রাম হান্ট এমপি, হোম অ্যাফেয়ার্স সিলেক্ট কমিটির চেয়ারপারসন কীথ ভাজ এমপি, সাবেক হেলথ সেক্রেটারি ফ্র্যাংক ডবসন এমপি, জিম ফিটজপ্যাট্রিক এমপি, কেভিন ব্রেনান এমপি, স্টিভেন পাউন্ড এমপি, ব্যারনেস ওনা কিং প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপন করেন এলবিসি রেডিওর মর্নিং নিউজের প্রেজেন্টার লিসা আজিজ।
অনুষ্ঠানে লেবার পার্টির  মন্ত্রী, এমপি ও নেতৃবৃন্দ ছাড়াও বৃটেনের বিভিন্ন অঞ্চলের বাংলাদেশি ও সোমালী কমিউনিটির প্রতিনিধিরাও অংশ নেন।
২০১৫ সালের মে মাসে অনুষ্ঠিতব্য পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে এই তহবিল সংগ্রহ ডিনারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে চুকা উমুন্নাহ এমপি বলেন, লেবার লিডার এড মিলিব্যান্ড রুশনারাকে শ্যাডো মিনিস্টার বানিয়েছেন বাংলাদেশী বংশদূ্ভত হবার জন্য নয়, তার মেধার কারণে। আগামীতে লেবার পার্টি নির্বাচিত হলে রুশনারা অবশ্যই মন্ত্রীত্ব লাভ করবেন।
ট্রিসট্রাম হান্ট এমপি  বলেন, সহকর্মী হিসেবে রুশনারা অসাধারণ। তার যোগ্যতা নিয়ে নতুন করে কিছু বলার নেই। ডিনারে সর্বস্থরের অংশগ্রহণই রুশনারার জনপ্রিয়তা প্রমাণ করে।
ডবসন এমপি বলেন, রুশনারার কারণেই বাংলাদেশী কমিউনিটির সাথে আমার অত্মার সম্পর্ক। বেথনাল গ্রীন এন্ড বো আসনে লেবার তার যোগ্য কর্মীই বেছে নিয়েছে।
বেথনাল গ্রীন এন্ড বো রুশনারা তার বক্তব্যে বলেন, বৃটিশ সমাজের উদারতা ধরে রাখতে, বেকারত্ব দূর করতে লেবার পার্টিকে ক্ষমতায় আনার বিকল্প নেই। তিনি আগামী মে মাসের নির্বাচনে সারা দেশে লেবার প্রার্থীদের বিজয়ী করার আহবান জানান। তিনি বলেন, আমি চাই পার্লামেন্টে বাংলাদেশীদের প্রতিনিধিত্ব আরো বৃদ্ধি পাক।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button