ফেস রিকগনিশন প্রযুক্তিসম্পন্ন কফি
ডাচ কফি কোম্পানি ডোয়ি এগবার্টস সম্প্রতি দেখিয়েছে মজার এক প্রযুক্তি। তাদের বসানো কফি মেশিনের সামনে হাই তুললেই স্বয়ংক্রিয়ভাবে হাজির হয়েছে কফি। প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, সম্পূর্ণ বিষয়টিই প্রতিষ্ঠানটির নতুন ক্যাম্পেইনের অংশ ছিল।
‘বাই বাই রেড আই’ নামের এ ক্যাম্পেইনটির একটি অংশ হিসেবে এক বিমানবন্দরে স্থাপন করা হয়েছিল ফেসিয়িাল রিকগনিশন প্রযুক্তিসম্পন্ন কফি মেশিন। এমন ব্যবস্থা করা হয়েছিল যাতে করে মেশিনটির সামনে কেউ হাই তুললে মেশিনটি স্বয়ংক্রিয়ভাবে এক কাপ কফি তৈরি করে। ফলে কফি মেশিনটির সামনে যারাই হাই তুলেছেন তারাই পেয়েছেন এক কাপ করে কফি।
এভাবেই অভিনব প্রযুক্তি ব্যবহার করে প্রতিষ্ঠানটি তাদের নতুন ক্যাম্পেইনের অংশ হিসেবে বিনামূল্যে কফি খাওয়ার ব্যবস্থা করেছিল। জানা গেছে, ওই কফি মেশিনটি ২১০ জনেরও বেশি বিমানযাত্রীর জন্য কফি তৈরি করেছিল।