নিউ ইয়র্কে কাদের মোল্লাকে নিয়ে সেমিনার
কোয়ালিশন অব বাংলাদেশী আমেরিকান অ্যাসোসিয়েশন আয়োজিত রাষ্ট্রীয় সন্ত্রাসের কবলে বাংলাদেশ ও আবদুল কাদের মোল্লাকে বিচারিক হত্যা অভিহিত করে এক সেমিনার গত ৭ মার্চ সন্ধ্যায় (নিউ ইয়র্ক সময়) নিউ ইয়র্কের ব্রুকলিনের কনি আইল্যান্ডের সেসম ভিসিমসা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। প্রফেসর কাজী মোহাম্মদ ইসমাইলের পরিচালনায় অনুষ্ঠানে দেখানো হয় কাদের মোল্লার ওপর প্রামাণ্য চিত্র। সেই প্রামাণ্য চিত্রে কাদের মোল্লা ফরিদপুরে যে স্কুলে শিক্ষকতা করেছেন সেই স্কুলের শিক্ষক, যে বাড়িতে লজিং ছিলেন সেই ধলামিয়া হুজুরের ছেলে ও কাদের মোল্লার ভাইসহ বেশ কয়েকজনের সাক্ষাৎকার দেখানো হয়। সেই সাক্ষাৎকারে তারা বলেন, যুদ্ধের সময় কাদের মোল্লা তার এলাকাতেই ছিলেন এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য ট্রেনিং নিয়েছিলেন। যার কাছে ট্রেনিং নিয়েছিলেন প্রামাণ্য চিত্রে তারও সাক্ষাৎকার রয়েছে।
ডাক্তার আতাউল গনি ওসমানির সভাপতিত্বে সেমিনারে অতিথি ছিলেন এইচআরডিবির প্রেসিডেন্ট মাহতাবউদ্দিন আহমেদ, সাংবাদিক আনোয়ার হোসেন মঞ্জু, আবু সামিয়াহ সিরাজুল ইসলাম, অ্যাটর্নি আবদুল আজিজ, শিক্ষাবিদ ড. আবুল কাশেম, আমেরিকান ইউনাইটেড ফর হিউম্যান রাইটসের ন্যাশনাল কো-অর্ডিনেটর মোবাশ্বের আহমেদ, কাজী শামসুল হক, মাওলানা সাঈদুর রহমান, আবদুল্লাহ আল আরিফ, হেলাল উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতি ডা: আতাউল গনি ওসমানি অনুষ্ঠানে ঘোষণা দেন কাদের মোল্লা ফাউন্ডেশন গঠনের। দ্বিতীয় পর্বে দোয়া পরিচালনা করেন মাওলানা সাঈদুর রহমান।