নাশকতার সম্ভাবনা খারিজ নিউইয়র্কের মেয়রের
নিউইয়র্ক বিস্ফোরণ-কান্ডের পিছনে জঙ্গি নাশকতার সম্ভাবনা উড়িয়ে দিল প্রশাসন। গ্যাস লিক থেকে এই বিস্ফোরণ ঘটেছে বলে জানালেন মেয়র বিল দে বালাসিও। এই দুর্ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন তিনি। নতুন বার্তা। বুধবার নিউইয়র্কের ম্যানহ্যাটনে ইস্ট হারলেমের একটি বহুতলে ভয়াবহ বিস্ফোরণ ঘটে৷ এতে তিন জন মিারা যায়। এদিন স্থানীয় সময় সকাল ৯টা নাগাদ বিস্ফোরণটি ঘটে। এর তীব্রতা এত প্রবল ছিল যে যার জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ছ’তলা পাশাপাশি দু’টি ভবনটি৷ সেই সঙ্গে কালো ধোঁয়ায় ছেয়ে যায় আকাশ৷ জনবসতিপূর্ণ এলাকায় ধোঁয়া ছড়িয়ে পড়ায় অসুস্থ হয়ে পড়েন বেশ কিছু মানুষ। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত দুজন মহিলার মৃত্যুর খবর পাওয়া গেছে। জখম হয়েছে আনেকে। উদ্ধার কাজে নিকটবর্তী ৩৬টি দমকল কেন্দ্রের অন্তত ২৫০ জন কর্মীকে নিয়োগ করেছে প্রশাসন। ঘটনাস্থলে পৌঁছেছেন মেয়র। উদ্ধারকাজে সহায়তা করছেন তিনি। ওয়েবসাইট।