১০০ কোটি ডলার ঋণ সহায়তার প্রস্তাব দিয়েছে ভারত
বাংলাদেশকে ১০০ কোটি ডলার ঋণ সহায়তার প্রস্তাব দিয়েছে ভারত। বাণিজ্য মন্ত্রণালয়ে বৃহস্পতিবার ‘বাংলাদেশ-ভারত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ অন ট্রেডে’র নবম বৈঠকে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অরবিন্দ মেহতা এ প্রস্তাব দেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, এই ঋণটি বাংলাদেশ ইচ্ছে করলে নিতে পারে। এর গ্যারান্টার হবে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়। ভারতের এক্সিম ব্যাংকের মাধ্যমে এ ঋণ দেয়া হবে। সুদের হার হচ্ছে লাইবোর প্লাস ২.৫ শতাংশ। এ ধরনের ঋণ সম্প্রতি শ্রীলংকা নিয়েছে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ যে কোনো খাতে এ টাকা ব্যবহার করতে পারে।