দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও বাংলাদেশের জয়
আইসিসি টি২০ বিশ্বকাপের প্রস্তুতি বাংলাদেশের জন্য ভালোই হলো। শুক্রবার তারা তাদের নিজস্ব দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও জিতেছে। তারা আয়ারল্যান্ডকে হারিয়েছে ৪৪ রানে।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ করেছিল ৩ উইকেটে ১৭৯ রান। তামিম ইকবাল (৩২), আনামুল হক বিজয় (৩), সাব্বির রহমান (২৩), সাকিব আল হাসান (৫৮) ও মুশফিকুর রহিম (৫৯) রান করেন। জবাবে আয়ারল্যান্ড নির্ধারিত ২০ ওভারে করে ৮ উইকেটে ১৩৫ রান।
বাংলাদেশের পক্ষে মাশরাফি বিন মর্তুজা ২টি, সাকিব আল হাসান ২টি, সোহাগ গাজী ১টি, মাহমুদুল্লাহ ১টি ও আব্দুর রাজ্জাক ২টি করে উইকেট নেন।