সমাজসেবী বাতির আলীর ইন্তেকাল
বিশিষ্ট সমাজসেবী, প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির সাবেক ট্রেজারার আলহাজ্ব বাতির আলী আর নেই। গত রোববার ভোর ৭টায় বেথনালগ্রীনস্থ লন্ডন চেষ্ট হসপিটালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ………… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৯ বছর। তিনি স্ত্রী পাঁচ পুত্র, তিন কন্যা, নাতী-নাতনী সহ আত্মীয় স্বজন, অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
পূর্ব লন্ডনের বো-এলাকার বাসিন্দা আলহাজ্ব বাতির আলী দীর্ঘদিন থেকে কমিউনিটির বিভিন্ন ধরনের সেবামূলক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন। ডায়বেটিক, হার্ট সহ নানা রোগে আক্রান্ত হয়ে তিনি অসুস্থ হয়ে পড়লে প্রায় ৩ সপ্তাহ পূর্বে তাকে লন্ডন চেস্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরক অবস্থার অবনতি ঘটলে নিবীড় পর্যবেক্ষণে (আইসিইউ)-তে রাখা হয়। গত রোববার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোমবার বাদ আসর ইস্ট লন্ডন জামে মসজিদে জানাজা শেষে ফরেস্ট গেইট কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তিনি ওসমানীনগর থানার পূর্ব নিরাজনগর গ্রামের বাসিন্দা।
এদিকে বিশিষ্ট সমাজসেবী ও প্রবীন কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব বাতির আলীর ইন্তেকালে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।
মেয়র লুৎফুর রহমানের শোক: বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী আলহাজ্ব বাতির আলীর ইন্তেকালে টাওয়ার হেমলেটস এর মেয়র লুৎফুর রহমান শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
বালাগঞ্জ-ওসমানীনগর সমিতির শোক ঃ বিশিষ্ট সমাজসেবী, প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির সাবেক ট্রোজারার আলহাজ্ব বাতির আলীর ইন্তেকালে সমিতির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন চেয়ারপার্সন আলহাজ্ব নূরুল হক মিয়া (নূর আলী), ভাইস চেয়ারম্যান এম এ সালাম, সেক্রেটারী রাশিদ আহমদ, ট্রেজারার মাসুক মিয়া, এক্সিকিউটিভ মেম্বার এনাম চৌধুরী।
এক শোক বাতায় নেতৃবৃন্দ মরহমের রুহের মাগফেরাতও কামনা করে শোক সন্তপ্ত পরিবার বর্গে প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আলহাজ্ব বাতির আলী ছিলেন একজন নিরলস সমাজকর্মী। যিনি নিরবে-নিভৃতে মানুষের কল্যাণে কাজ করে গেছেন।