নিখোঁজ বিমানের খোজে চলছে ব্যাপক তল্লাসি

Malaysiaনিখোঁজ মালয়েশিয়ান বিমানটির জন্য ভারত এখন আন্দামান ও নিকোবরে ব্যাপক তল্লাসি শুরু করেছে। সাত দিন আগে হাওয়া হয়ে যাওয়া বিমানটি আন্দামানের দিকেই উড়ছিল- এমন খবরের পর সেখানে এই অভিযান শুরু হয়েছে। তবে এই খোঁজাখুঁজি খুব একটা সহজ হবে না। পর্যটক ও নৃতত্ত্ববিদদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই দ্বীপগুলো ভারতের সবচেয়ে বিচ্ছিন্ন এলাকা এবং ঘন জঙ্গলে ঢাকা। বিভিন্ন স্থানে আদিবাসীরা বাস করে। শুক্রবার দিবাগত গভীর রাতে বিমানটি কুয়ালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে অদৃশ্য হয়ে যায়।
বৃহস্পতিবার দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, একটি অজ্ঞাত পরিচয় বিমান সাধারণভাবে ব্যবহৃত পথ ধরে আন্দামানের দিকে গেছে বলে শনাক্ত করা হয়েছে।
ভারতের সামরিক বাহিনীর মুখপাত্র হারমিত সিং পোর্ট ব্লেয়ার থেকে জানিয়েছেন, ৭২০ কিলোমিটার (৪৪৭ মাইল) বিস্তৃত দ্বীপপুঞ্জে তল্লাসির জন্য ভারতীয় নৌবাহিনী দুটি ডোরিনার বিমান নামিয়েছে। এখন পর্যন্ত এই বিমান দুটি এবং উপকূলে টহলরত একটি হেলিকপ্টার কিছুই পায়নি।
সিং বলেন, এটা বালিকারাশির মধ্যে একটি সুঁই খোঁজার মতো কাজ।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পূর্বাঞ্চলীয় নৌ কমান্ড বঙ্গোপসাগরের চেন্নাই উপকূলের কিছু এলাকায় অনুসন্ধান চালাবে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button