দেবযানীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ভারতীয় নারী কূটনীতিক দেবযানী খোবরাগাড়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে যুক্তরাষ্ট্র। ভিসা জালিয়াতি ও গৃহপারিচারিকা নিয়োগে অনিয়মের অভিযোগে মার্কিন কৌঁসুলিরা শুক্রবার তার বিরুদ্ধে নতুন করে অভিযোগ গঠন করার পর এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। গ্রেপ্তারি পরোয়ানা জারির পর নিউইয়র্কের সাউথার্ন ডিস্ট্রিক্টের অ্যাটর্নি প্রিত ভারারা ডিস্ট্রিক জাজ উইলিয়াম পাওলেকে জানিয়েছেন, দেবযানী ভারতে থাকতে পারেন এবং তাকে যখনই গ্রেপ্তার করা হবে তখনই আদালতকে অবগত করা হবে।
এর আগে, দেবযানীর বিরুদ্ধে দায়ের করা আগের মামলাটি গত বুধবার খারিজ করে দেন বিচারক শিরা স্কেইনডিনের আদালত। কূটনৈতিক দায়মুক্তি বিবেচনায় তাকে ওই মামলা থেকে অব্যাহতি দেয়া হয় তাকে।