মাদ্রাসায় ইবতেদায়ী বৃত্তি চালু

মাদ্রাসার প্রাথমিকে উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করবে শিক্ষা মন্ত্রণালয়। স্কুলের পঞ্চম শ্রেণি সমমানের ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় উত্তীর্ণদের জন্য প্রথমবারের মতো এ বৃত্তি চালু করেছে সরকার। শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ শনিবার রাজধানীর মসজিদে গাউসুল আজম কমপ্লেক্সে এক অনুষ্ঠানে এ তথ্য দেন।
তিনি বলেন, এবার থেকে পাঁচ হাজার শিক্ষার্থীকে মেধাবৃত্তি এবং এক লাখ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেয়া হবে। প্রতি মাসে প্রত্যেক মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থী ২০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা ১৫০ টাকা পাবে।
শিক্ষামন্ত্রী বলেন, বতর্মান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ দেশের মাদ্রাসা শিক্ষায় যুগান্তকারী পরিবর্তন এনেছে।
বছরের প্রথম দিনে নতুন বই দেয়া, মাদ্রাসা প্রধানদের বেতনে সমতা আনা, এক হাজার মাদ্রাসার নতুন একাডেমিক ভবন নির্মাণ, ৩৫টি মডেল মাদ্রাসা, ১০০টি মাদ্রাসায় বৃত্তিমূলক শিক্ষা চালু করা, মাদ্রাসার শিক্ষাক্রম যুগোপযোগী করাসহ অসংখ্য কল্যাণকামী কর্মকাণ্ড সরকার বাস্তবায়ন করেছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমানও বক্তব্য রাখেন।
বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের সহ-সভাপতি মাওলানা আ ম ম শামসুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবুল কাশেম মিয়া, বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের মহাসচিব মাওলানা শাব্বির আহমেদ মোমতাজী, ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক প্রমুখ বক্তব্য দেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button