দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সুযোগ বৃদ্ধি করতে হবে : রাষ্ট্রপতি
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) সমাবর্তন ভাষণে মাহাথির মোহাম্মদকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ বলেন, আপনার উপস্থিতি আমাদের সম্মানিত করেছে। আমি মনে করি এই উপস্থিতি বাংলাদেশের মানুষের প্রতি আপনার সৌহার্দ্য প্রকাশ করেছে।
শ্রমবাজারের সাথে সামঞ্জস্য রেখে শিক্ষাকার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিশ্বায়নের এই যুগে জ্ঞান-বিজ্ঞানের সব ক্ষেত্রে বিশ্ব প্রতিদ্বন্দ্বিতা মোকাবেলায় আমাদের শিক্ষার্থীদের পেশাভিত্তিক প্রচলিত ও অপ্রচলিত কলা, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উন্নত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। চাহিদাভিত্তিক ও কর্মনির্ভর শিক্ষা এ যুগে একান্তভাবে প্রয়োজন।
দেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থীর হার বিশ্বের চতুর্থ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, জ্ঞান ও যোগ্যতায় আমরা যদি এই বিপুলসংখ্যক শিক্ষার্থীকে বিশ্বমানে উন্নীত করতে সক্ষম হই তা হলে খুব শিগগিরই আর্থসামাজিক লক্ষ্যে পৌঁছা দেশের পক্ষে যে কোনোভাবেই সম্ভব হবে।