বিএনপি নেতৃবৃন্দকে নিয়ে মিথ্যা ও উদ্দেশ্যমূলক রিপোর্ট প্রকাশ করছে সরকার : যুক্তরাজ্য বিএনপি

London BNPআওয়ামীলীগ সরকারই সবসময় সন্ত্রাস ও জঙ্গীবাদকে লালন করে। গায়ের জোরে প্রশাসন ব্যবহার করে বন্দুকের নলের ভয় দেখিয়ে ক্ষমতা দখল করে রেখেছে। তারা বিএনপি নেতৃবৃন্দকে নিয়ে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক রিপোর্ট প্রকাশ করছে।
জাওয়াহিরির কথিত অডিও বার্তার প্রচারের সঙ্গে বিএনপির নেতৃবৃন্দকে জড়ানোর প্রতিবাদ জানাতে শনিবার পূর্ব লন্ডনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ এসব কথা বলেন।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুসের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলের সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ ।
লিখিত বক্তব্যে কয়ছর এম আহমদ বলেন, সমপ্রতি বাংলাদেশের কয়েকটি মিডিয়ায় যুক্তরাজ্য বিএনপির চার নেতাকে জঙ্গীবাদে সম্পৃক্ত হিসেবে চিহিৃত করতে একটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার করা হয়েছে। হত্যা, নির্যাতন ও দুঃশাসনের ভয়াবহ অবস্থা আড়াল করে আন্তর্জাতিক দৃষ্টি অন্যদিকে সরানোর ঘৃণ্য ষড়যন্ত্রের অংশ হিসেবে এ ধরনের কল্পকাহিনী বানানোর অপচেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগ। কথিত অডিও বার্তা প্রচারে জড়িত বলে গ্রেফতারকৃত রাসেলকে দিয়ে এ কাহিনী সাজানো হচ্ছে।
মিডিয়ায় প্রকাশিত সংবাদ ভিত্তিহীন উল্লেখ করে কয়সর আহমদ বলেন, গত ১৮ ফেব্রুয়ারি আটকের পর থেকে র‌্যাব হেফাজতে থাকা রাসেলের স্বীকারোক্তি হিসেবে যে বক্তব্য কয়েকটি সংবাদপত্রে প্রকাশ করা হয়েছে তা অবৈধ সরকারের সাজানো বুলি ছাড়া আর কিছুই নয়। এ প্রতিবেদনে যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দের নাম সহ পদবীও সঠিকভাবে দেওয়া হয়নি।
তিনি বলেন, বিএনপি নেতা মাহিদুর রহমান বিএনপি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেও তাকে প্রতিবেদনে দেখানো হয়েছে যুক্তরাজ্য বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, পারভেজ মল্লিককে বলা হয়েছে যুক্তরাজ্য বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ,তিনি প্রকৃতপক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ব্যারিষ্টার আবু সায়েম যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক হলেও তাকে বাংলাওয়াচের সদস্য হিসাবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জাতীয়তাবাদী শক্তিকে দমিয়ে রাখতে এ ধরনের ষড়যন্ত্র হচ্ছে  উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করার জন্য সরকার হত্যা, গুম, নির্যাতনের পথ বেছে নিয়েছে। ২০০৮ সাল থেকে সরকার কয়েক হাজার বিএনপি ও বিরোধী নেতাকর্মীদের হত্যা করেছে। এছাড়া গুম করেছে জনপ্রিয় নেতা ইলিয়াস আলী সহ অনেক নেতাকর্মীকে।
তিনি বলেন, হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে নেতাকর্মীদের। এতেও জাতীয়তাবাদী শক্তিকে দমিয়ে রাখতে না পেরে সাজানো হচ্ছে জঙ্গী নাটক।
সরকারকে অপপ্রচার বন্ধের আহবান জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করার যেকোন অপচেষ্টা রুখে দেবার জন্য জনগণকে সাথে নিয়ে আন্দোলন চালিয়ে যাবে যুক্তরাজ্য বিএনপি। আমরা দলের  পক্ষ থেকে এ ধরনের অপপ্রচার বন্ধের দাবী জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ চৌধুরী, সহ সভাপতি গোলাম রব্বানী, সহ  সাধারন সম্পাদক নাসিম আহমদ চৌধুরী, ব্যারিষ্টার আবু সায়েম, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পারভেজ মল্লিক, যুক্তরাজ্য স্বোচ্ছাসেবক দল প্রথম যুগ্ম আহবায়ক নাছির আহমেদ শাহীন, যুগ্ম আহবায়ক মিসবাউজ জামান সোহেল, এস এম লিটন, কামাল উদ্দিন, আবুল হাসনাত রিপন, সাবেক যুবদল সিনিয়র সহ-সভাপতি মঞ্জুর আশরাফ খান, বাবর চৌধুরী, তরুন দল যুগ্ম আহবায়ক ফাহিম আহমদ চৌধুরী, জাসাস কেন্দ্রীয় সহ-সভাপতি মোহম্মদ উল্ল্যাহ মামুন, ব্যারিষ্টার মওদুদ, শরীফ উদ্দিন, সেলিম উদ্দিন সহ প্রমুখ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button